Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

দ্বিতীয় ম্যাচেও একই জিম্বাবুয়ে

তাসকিনদের বোলিং তোপে শুরু থেকেই বিপথে ছিল জিম্বাবুয়ে। ছবি : ক্রিকইনফো
তাসকিনদের বোলিং তোপে শুরু থেকেই বিপথে ছিল জিম্বাবুয়ে। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

তিন পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচে একাদশ সাজিয়েছিল জিম্বাবুয়ে। তবুও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আগের মতোই অল্প রানেই আটকে গেছে দলের ইনিংস। ব্যাটিং ব্যর্থতায় শুরু করে দুই তরুণের লড়াইয়ে মান বাঁচানোর স্কোর পেয়েছে তারা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৩৮ রান করেছে জিম্বাবুয়ে।

গের ম্যাচে জিম্বাবুয়ের শুরুটা ভালো ছিল। জয়লর্ড গাম্বি ও ব্রায়ান বেনেট ২৮ রানের জুটি গড়েছিলেন। এরপর ধ্বস নামে দলটির ইনিংসে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই শুরুটাও পায়নি তারা। মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদের বোলিং সামলাতে না পেরে শুরুতেই পথ হারাতে হয়।

সেই সঙ্গে রানও নিতে পারছিলেন না জিম্বাবুয়ের ব্যাটাররা। এর উপর তাদের জন্য বিপত্তি বাড়ান রিশাদ হোসেন। বাংলাদেশের জন্য স্বস্তি এনে উইকেট পেয়েছেন এই লেগি। এক ওভারেই সিকান্দার রাজা ও আগের ম্যাচের সর্বোচ্চ ৪৩ করা মাদান্দেকে ফেরান রিশাদ।

১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান মাত্র ৩৮। ১০০ রানও পার করা কঠিন মনে হচ্ছিল তাদের জন্য। ওই অবস্থা থেকে ৭৩ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেল। বেনেট শেষ পর্যন্ত ২৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। ১ রানে জীবন পাওয়া ক্যাম্পবেল ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৪৫।

বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন ৫ বোলারই। দুটি করে তাসকিন ও রিশাদ। একটি করে শরিফুল, মেহেদি ও সাইফউদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত