যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দলে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা। লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় খেলছেন পেসার তানজিম হাসান সাকিব।
সিরিজের প্রথম ম্যাচে একজন বাড়তি স্পেশালিস্ট পেসারের অভাবে ভালোই ভুগতে হয় বাংলাদেশকে। শেষ ওভারে পরিকল্পনা মেনে বল করার মতো কেউ ছিলেন না। বিপক্ষে দুই বাঁহাতি ব্যাটারের কারণে সাকিব বা রিশাদকে বল করানো হয়নি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তিন পেসার একাদশে রেখেছে বাংলাদেশ।
এছাড়া পরিবর্তন এসেছে ব্যাটিং লাইনে। অফফর্মে থাকা লিটন আবারও বাদ পড়েছেন একাদশ থেকে। বাঁহাতি – ডান হাতি ওপেনিং জুটি থেকে বের হয়ে দুই বাঁহাতি ওপেনারকে নিয়েই ব্যাটিংয়ে যাবেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র : মোনান্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রে গৌস, কোরে অ্যান্ডারসন, মোহাম্মদ আলি খান, হারমিত সিং, জাসদ্বিপ সিং, নিতিশ কুমার, শ্যাডলি ফন শালভিক, সৌরভ নাত্রাভালকার, স্টিভেন টেলর।