টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে বিসিবি পেজে পোস্ট করা ক্রিকেটারদের ভিডিও বার্তাগুলো ক্রীড়াপ্রেমীরা দেখেছেন। তাতে। একাধিক ক্রিকেটার আগের রেকর্ড ভাঙ্গার আশা ব্যক্ত করেন। বাংলাদেশ দল তা পেরেছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন জয় পেয়েছে।
তিন জয়ের সুখস্মৃতি নিয়ে সুপার এইট ভালোভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ নিতে উইন্ডিজের অ্যান্টিগায় পৌঁছেছে দল। নাজমুল হোসেন শান্তদের সুপার এইট পর্বের দুটি ম্যাচ এই দ্বীপটির স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।
বাংলাদেশ সময় সোমবার সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগা পৌঁছেছে বাংলাদেশ। এদিন আর কোনও অনুশীলন রাখা হয়নি। মঙ্গলবার নতুন মাঠের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন করবেন নাজমুল হোসেন শান্তরা।
এই পর্বে গ্রুপ ১ – এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। প্রথম প্রতিপক্ষ বি গ্রুপ থেকে সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা অস্ট্রেলিয়া। ২১ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। পরদিন ২২ জুন ভারতের বিপক্ষে ম্যাচ রাত সাড়ে ৮টায়। আর সবশেষ ম্যাচটি হবে আফগানিস্তানের বিপক্ষে ২৫ জুন সকাল সাড়ে ৬টায়। এই ম্যাচের জন্য আবার সেন্ট ভিনসেন্টে ফিরতে হবে বাংলাদেশকে।
সবশেষ ২০০৭ সালে দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ। সেবার অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে কোনও জয় ছিল না। এবার বোলারদের পারফরম্যান্সের বিচারেই জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে।