শুরুর বাঁশি বেজেছে মাত্র। গ্যালারিতে উপস্থিত দর্শকেরা নড়েচড়ে বসারও সুযোগ পাননি। এর আগেই গোল! মাত্র ২৩ সেকেন্ডে লক্ষ্যভেদ করে ইউরো চ্যাম্পিয়নশিপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে আলবেনিয়া। তবে ভড়কে যায়নি ইতালি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে ইউরো শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। ২৩ সেকেন্ডে গোল হজমের পর ১১ ও ১৬ মিনিটের গোলে জয় পেয়েছে আজ্জুরিরা। শুরুতে পিছিয়ে পড়লেও যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি ভীষণ খুশি।
ডিফেন্ডার ফেদেরিকো দিমার্কোর শিশুসুলভ ভুলে গোল হজম করে ইতালি। এই ডিফেন্ডারের ব্যাক থ্রো-ইন সতীর্থের কাছে না গেলে সুযোগসন্ধানী নেদিম বাইরামি বলের নিয়ন্ত্রণ নেন। এরপর বক্সের ভেতর থেকে ইউরোর দ্রুততম গোলের রেকর্ড গড়েন তিনি। এর আগের দ্রুততম গোলের রেকর্ডটি হয়েছিল ২০০৪ সালের ইউরোতে। সেবার গ্রিসের বিপক্ষে ৬৭ সেকেন্ডে গোল করেছিলেন রাশিয়ার দিমিত্রিভ কিরিচেঙ্কো।
তবে ১১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে ম্যাচে ফেরে ইতালি। এরপর ১৬ মিনিটে নিকোলো বারেলার গোলে এগিয়ে যায় তারা। ওই গোলটাই জয় এনে দিয়েছে ইউরো চ্যাম্পিয়নদের।
শুরুতে গোল হজমের পরও হাল ছেড়ে দেয়নি। দলের দুর্দান্ত মানসিকতায় খুশি ইতালি কোচ স্পালেত্তি, “এটা হতেই পারে কারণ আমরা ওই জায়গা (গোল হজম) থেকে সরে এসেছিলাম। তবে যে চেষ্টা করা হয়েছে (ফিরে আসার), সেই ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রশংসা করতেই হবে। কঠিন সময়ে আমরা দারুণ ফুটবল খেলেছি।”