কুমিল্লার চান্দিনা উপজেলায় মঙ্গলবার গভীররাতে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
নিহত তানভীর আহমেদ ভূঁইয়া (৩৫) বাড়েরা ইউনিয়নের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
অভিযোগ উঠেছে তিনি স্থানীয় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর স্বামী তানভীরকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশ জানিয়েছে, বাড়েরা ইউনিয়নের এক বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে।
ওই গৃহবধূর অভিযোগ, রাত ২টার দিকে তানভীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারামারি হয়। তার স্বামী তানভীরকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়ে যান। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত বলেন, “তানভীরের শরীরে আঘাত ও পায়ে কাটা চিহ্ন আছে। হত্যার কারণ জানতে পারিনি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”