সাফল্যের বিচারে ভারতের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি অনন্য। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে তার কার্যকরী ব্যাটিং ভারতকে অনেক ম্যাচ জিতেয়েছে। ভারতের সর্বকালের সেরা একাদশ গড়লে তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। যদিও দিনেশ কার্তিক সাবেক এই অধিনায়ককে সেরা একাদশে দেখেন না।
১৫ আগস্ট ছিল ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। বিশেষ এই দিনে ভারতের সর্বকালের সেরা একাদশ গড়েছেন কার্তিক। জাতীয় দলে যাদের বিপক্ষে খেলেছেন, তাদের থেকেই সেরা ১১ জনকে বেছে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। সর্বকালের সেরা একাদশে তিনি রাখেননি ধোনিকে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশ করা এক ভিডিওতে কার্তিক ভারতের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন। তার একাদশে দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা। এই দুই ব্যাটারই আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন। তিন নম্বরে রেখেছেন রাহুল দ্রাবিড়কে। আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করে দ্রুত উইকেট হারালে যেন ‘দ্য ওয়াল’ প্রতিহত করতে পারেন।
কার্তিকের একাদশে বিশেষজ্ঞ ব্যাটার পাঁচজন। ব্যাটিং অর্ডারে চার নম্বরে তিনি রেখেছেন শচীন টেন্ডুলকারকে। পাঁচ নম্বরে বিরাট কোহলি। এই একাদশে অলরাউন্ডার দুজন- যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা। পেস আক্রমণে জসপ্রিত বুমরার সঙ্গে রয়েছেন বাঁহাতি কিংবদন্তি পেসার জহির খান। আর বিশেষজ্ঞ স্পিন হিসেবে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে।
সেরা ১১ জনের বাইরে দ্বাদশ খেলোয়াড়ও রেখেছেন কার্তিক। এখানেও একজন স্পিনার। তিনি হরভজন সিং।
কার্তিকের একাদশে থাকা সব খেলোয়াড়রই ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নাম। কিন্তু সেখানে ধোনির না থাকাটা একটু বিস্ময়করই। কার্তিক নিজে উইকেটকিপার বলেই কি ধোনিকে বাদ দিয়েছেন? ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলে নিয়মিত ছিলেন কার্তিক। কিন্তু ধোনির আগমনের পর সেভাবে আর সুযোগ পাওয়া হয়নি তার। ধোনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়াটাও কি একটা কারণ?
তাছাড়া কার্তিকের গড়া সর্বকালের সেরা একাদশে বিশেষজ্ঞ উইকেটকিপারও নেই। রাহুল দ্রাবিড় অনেকটা সময় উইকেটকিপারের দায়িত্ব সামলেছেন। হয়তো এই একাদশে তিনিই উইকেটকিপারের ভূমিকায়!
কার্তিকের সেরা ভারত একাদশ: বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রিত বুমরা, জহির খান।
দ্বাদশ খেলোয়াড়: হরভজন সিং।