Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নতুন অর্জন চান জাকের

জাকের
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনই মূল পর্বের দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি বাংলাদেশের। দেশের জার্সিতে প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া জাকের আলির লক্ষ্যটা এইদিকে। জাকের আগে যা অর্জন হয়নি তা এবার উপহার দিতে চান দেশকে। এই লক্ষ্য জাকেরের একার পক্ষে অর্জন করা অসম্ভব। তাই দল হয়েই ঝাঁপিয়ে পড়তে চান এই তরুণ।

বিশ্বকাপ সামনে রেখে নিয়ম করে ক্রিকেটারদের ভিডিও বার্তা নিজেদের ফেইসবুক পেজে আপলোড করছে বিসিবি। ক্রিকেটাররা টুর্নামেন্টে নিজের লক্ষ্য বলছেন তাতে। জাকেরও জানালেন তার গল্প। উইন্ডিজে হওয়া ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ দেখে ক্রিকেটের প্রেমে পড়েছিলেন। সেই থেকে খেলাটির সঙ্গে তার পথচলা।

২০০৭ উইন্ডিজ বিশ্বকাপ দেখা জাকেরে বিশ্বকাপ অভিষেক হচ্ছে উইন্ডিজেই। এরপর ২০১০ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন শুরু হয় তার। বলেছেন, “বুঝ হওয়ার পর প্রথম বিশ্বকাপ দেখি ২০০৭। সেটা দেখে খেলাটা বুঝি-শিখি। এরপর ২০১০ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে আসলে স্বপ্ন দেখা শুরু করি।”

জাকের যোগ করেন, “বিকেএসপিতে এসে যখন বড় ভাইদের দেখলাম তখন মনে হলো স্বপ্নগুলো বড় করা উচিত। না হলে হবে না। যদি আমি হবিগঞ্জে বসে থাকতাম তাহলে এতদূর আসা হতো না।”

জাকেরের স্বপ্ন বড় করার পেছনের কারিগর তার পরিবার। সেই স্মৃতি চারণ করে এই উইকেটকিপার ব্যাটার বলেন, “আমাকে সবসময় সাহস দিতেন মা। উনি বলতেন কিরে তোর তামিম-সাকিব-মুশফিক ভাইদের সঙ্গে কবে তুই খেলবি। ওই সাহসটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। এছাড়া বড় ভাইকে দেখে ক্রিকেটার হতে আসি। বাবা আমার খেলা দেখতে মাঠে বসে থাকতেন। বাবা মারা যাওয়ার পর বড় বোন আমাকে নিয়ে যেতেন মাঠে। তো সবার চেষ্টাতেই আমি এই অবস্থানে।”

জাতীয় দলে এখন টাইগার কোড দেয়া হয় দলে অভিষেক হওয়ার প্রতি ক্রিকেটারকে। সেই টাইগার কোড ক্রিকেটার উজ্জীবনী শক্তি। সেই কোড হাতে পাওয়া জাকের এখনও মনে রেখেছেন তাকে দলে স্বাগত জানানোর মুহুর্ত।

বিসিবি-কোচ-অভিজ্ঞ ক্রিকেটার সবার বিশ্বাস রাখতে চান জাকের। দেশের ও দলের জন্য নিজের সেরাটা দিতে চান। সবচেয়ে বড় কথা দল হয়ে আগের বিশ্বকাপগুলোর অর্জনকে ছাড়িয়ে যেতে চান, “অবশ্যই ইচ্ছা থাকবে আগে যা অর্জন করতে পারিনি এ বছর যেন সেই অর্জনটা নিয়ে আসতে পারি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত