রাজনৈতিক পট পরিবর্তনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন পদত্যাগ করার পর সেই দায়িত্ব পেলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান।
সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
আইন সচিব গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের সংবিধান ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।”
আসাদুজ্জামানের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ১৯৯৬ সালে ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালতে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৭ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ পান।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বুধবার অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন পদত্যাগ করেন। তার একদিন পরই নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।
আমিন উদ্দিনই শুধু নন, আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ পাওয়া অতিরিক্ত ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের অনেকই পদত্যাগ করেছেন।