১৯৯১ সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শুরু হয়েছিল। ২০২৪-২৫ মৌসুমে তা বিলুপ্ত হলো। এখন থেকে চ্যাম্পিয়ন্স লিগে নতুন নিয়মে প্রথম রাউন্ড হবে। তাকে বলা হচ্ছে লিগ পর্ব। নতুন শুরুর ড্রও হয়েছে নতুন নিয়মে। কিন্তু তাতে পুরোনো নাটক থাকছেই।
আবারও বায়ার্ন মিউনিখকে পেয়েছে বার্সেলোনা। পট ১ এর দুই প্রতিপক্ষ কম্পিউটারের ড্র’য়ের ভাগ্য পরীক্ষাতেও মুখোমুখি। এক মৌসুম আগেও চ্যাম্পিয়ন্স লিগে লড়েছিল দুই দল। এছাড়া পিএসজি পড়েছে সবচেয়ে কঠিন গ্রুপে। তাদের প্রতিপক্ষ ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ।
রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে চেনা প্রতিপক্ষদের। গত আসরের ফাইনালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে এবার শুরুতেই দেখা হচ্ছে। একই সঙ্গে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মঞ্চে লিভারপুলের মুখোমুখি হবে তারা। এছাড়া মাদ্রিদিস্তাদের অপর বড় প্রতিপক্ষ এসি মিলান।
নতুন কি থাকছে
এক টেবিল, ৩৬ দল; কোন গ্রুপ থাকছে না। তিন দলের সঙ্গে দুবার করে লড়াইয়ের সুযোগ নেই। হোম – অ্যাওয়ে লড়াই থাকবে, তবে এক দল আট প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ পাবে।
শর্ত হলো ড্র’র মাধ্যমে আগে যেমন গ্রুপ পর্বে একই দেশের দুই ক্লাব পড়ে যেত এবার থেকে তা হবে না। এক দলের আট প্রতিপক্ষ হবে অন্য দেশের। আবার একই দেশের দুইয়ের অধিক প্রতিপক্ষ হওয়ার সুযোগ নেই। যেমন রিয়াল মাদ্রিদ স্পেনের কোন দলের সঙ্গে ড্রতে পড়বে না। আবার ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স বা জার্মানির দুইয়ের বেশি দলের সঙ্গেও খেলবে না।
এতে করে ছোট দলও ইউরোপের শীর্ষ দলের সঙ্গে খেলার সুযোগ পাবে। প্রতিযোগীতা বাড়বে। গ্রুপ অব ডেথ থাকছে না। তাই কোন ক্লাবের প্রথম পর্ব থেকে ছিটকে পড়ার ঝুঁকি থাকবে না।
ড্র কিভাবে হলো
ড্র-তে এই বিষয়টি ঠিক করবে আটোমেটিক সফটওয়্যার। অবশ্য শুরুতে ক্লাবগুলোর নাম লেখা বল চ্যাম্পিয়ন্স লিগ অবস্থান, নিজ দেশের লিগের চ্যাম্পিয়ন, ইউরোপিয়ান অঞ্চলের র্যাংকিংয়ের পর ভিত্তি করে ১ থেকে ৪ বিভিন্ন পটে রাখা হবে।
নতুন নিয়মে ড্র অনুষ্ঠানে প্রথম পটে থাকবে সেরা দলগুলো – রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্তার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, পিএসজি, লাইপজিগ।
সেরা ৯টি দলের নাম একটি একটি করে আগের মতো হাতে উঠানো হবে। এরপর একটি বাটন চাপের মাধ্যমে কম্পিউটার ঠিক করবে ওই দলের আট প্রতিপক্ষ এবং কার সঙ্গে হোম-অ্যাওয়ে খেলবে। এভাবে ৩৬টি দল পাবে ৮ ভিন্ন প্রতিপক্ষ।
নকআউট রাউন্ড
প্রথম রাউন্ড থেকে পয়েন্টে এগিয়ে থাকা শীর্ষ ৮ দল সরাসরি শেষ ১৬তে পা রাখবে। ৯ম থেকে ২৪তম (১৬ দল) দলগুলোকে খেলতে হবে দুই লেগের প্লে অফ। এই রাউন্ডে ১৭ থেকে ২৪তম দল প্রথম লেগ হোমে খেলার সুযোগ পাবে আগে। পরে তারা ৯ম থেকে ১৬তম দলের হোমে গিয়ে খেলবে।
এই লেগ থেকে জয়ী ৮ দল শীর্ষ ৮ দলের সঙ্গে মিলে খেলবে শেষ ১৬ রাউন্ড। ওই রাউন্ডে দ্বিতীয় লেগ হোমে খেলার সুযোগ পাবে প্লে অফ জিতে আসা দলগুলো। শেষ ১৬ থেকে আগের নিয়মেই ফাইনাল পর্যন্ত খেলা চলবে। উপরের নিয়ম অনুযায়ী ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগও হবে।
নতুন চার ক্লাব
র্যাংকিংয়ের ভিত্তিতে ইউরোপের ছোট ক্লাব বা ছোট দেশের ক্লাবও খেলার সুযোগ পাচ্ছে এবার (মোট ১৬ দেশের ক্লাব)। তাই দল সংখ্যা বেড়ে ৩২ থকে হয়েছে ৩৬। ফ্রান্সের ব্রেস্ট, অস্ট্রিয়ার স্ট্রাম গ্রাজ, স্লোভাকিয়ার স্লোভান ব্রাতিসলাবা ও স্পেনের জিরোনা এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলবে।
শীর্ষ দলগুলোর প্রতিপক্ষ যারা –
রিয়াল মাদ্রিদ : বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ট।
ম্যান সিটি : ইন্তার মিলান, পিএসজি, ক্লাব ব্রুজ, জুভেন্তাস, ফেয়েনুর্দ, স্পোর্টিং সিপি, স্পার্তা প্রাহা, স্লোভান ব্রাতিসলাভা।
বায়ার্ন মিউনিখ : পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো, ফেয়েনুর্দ, স্লোভান ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।
পিএসজি : ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকা মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।
লিভারপুল : রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, বেয়ার লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি, বোলোনা, জিরোনা।
বার্সেলোনা : বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়ং বয়েজ, রেড স্টার বেলগ্রেড, ব্রেস্ট, মোনাকো।
ইন্টার মিলান : লাইপজিগ, ম্যান সিটি, আর্সেনাল, বেয়ার লেভারকুসেন, রেড স্টার, ইয়ং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।
ডর্টমুন্ড : বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুজ, সেলটিক, দিনামো, স্ট্রুম গ্রাজ, বোলোনা।
লাইপজিগ : লিভারপুল, ইন্টার, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্টিং সিপি, সেলটিক, অ্যাস্টন ভিলা, স্ট্রুম গ্রাজ।