Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

নতুন স্পন্সর নিয়ে শুরু হচ্ছে জাতীয় লিগ

463746647_1004876344984199_7426777034382182657_n
[publishpress_authors_box]

এক সময় দেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিল ইস্পাহানি। পরে সে জায়গাটা নিয়েছিল ওয়ালটন। গত দুই মৌসুম দেশের সর্বোচ্চ ক্রিকেট লিগে ছিল না কোন পৃষ্ঠপোষক। ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সঙ্গে এ জায়গাতেও বদল এসেছে। জাতীয় লিগে এবার নতুন পৃষ্ঠপোষক হয়েছে মধুমতি ব্যাংক।

শুধু চলতি আসরের জন্যই ২ কোটি টাকায় স্পন্সরস্বত্ব কিনে নিয়েছে এই আর্থিক প্রতিষ্ঠানটি। কাল থেকে দেশের চার ভেন্যুতে আট দলের জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ও রানার্সআপ সিলেট বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম–রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে হবে খুলনা–রাজশাহীর ম্যাচ, পাশের মাঠে বরিশাল খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে।

৩০ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচটি সিঙ্গেল টায়ার আসরের পর্দা নামবে। এরপরই একই দল নিয়ে হরে ঘরোয়া টি-টোয়েন্টি আসর জাতীয় লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক টি-স্পোর্টস।

শুক্রবার জাতীয় লিগের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে মিরপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন, মধুমতি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, চিফ বিজনেস অফিসার কামরুল হাসান ও চিফ রিস্ক অফিসার ফাইজুর রহমান।

নাজমূল আবেদীন জানিয়েছেন এখন থেকে জাতীয় লিগে সর্বোচ্চ নজর দেবেন তারা। আশা রাখবেন নতুন কোচ ফিল সিমন্সও ক্রিকেটারদের দেখার উদ্দেশ্যে জাতীয় লিগ দেখবেন। তাছাড়া নিয়মিত নিজেরা প্রথম শ্রেনির ম্যাচগুলো দেখে দেশের সর্বোচ্চ লিগে কি চলছে তা বুঝতে চেষ্টা করবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত