Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নাওয়াজ ফিরছেন বাড়তি দায়িত্ব নিয়ে

Capture
[publishpress_authors_box]

২০২০ সালে নাভিদ নাওয়াজের কোচিংয়ে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। যা কোন আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম অর্জন। ২০২২ সালে দায়িত্ব ছেড়ে যাওয়া এই শ্রীলঙ্কান কোচ আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন।

এবার যুব দলের হেড কোচ হওয়ার পাশাপাশি বয়স ভিত্তিক দলগুলোর ব্যাটিং কোচ হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে হবে নাভিদকে। পুরোনো দায়িত্ব নতুন করে দুই বছরের জন্য ফিরছেন নাভিদ। তার এবারের চুক্তি শুরু হবে আগামী জুলাই থেকে।

প্রথম মেয়াদে ২০১৮ সালে বাংলাদেশের যুব দলের দায়িত্ব নেন নাভিদ। ২০২২ সালে দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কা মূল দলের সহকারী কোচ হন। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গেই ছিলেন। এছাড়া এ বছর বাংলাদেশ সফরেও লঙ্কান দলের সঙ্গে ছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা তার সঙ্গে চুক্তি নবায়ন না করায় আবার বাংলাদেশে ফিরছেন নাভিদ।

নাভিদের অনুপস্থিতিতে এতদিন যুব দলের কোচ ছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ স্টুয়ার্ট ল। এই ইংলিশ কোচের অধীনে গত বছর প্রথমবার যুব এশিয়া কাচ জিতেছিল বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত