Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নাফনদীতে ভেসে এল অজ্ঞাত ২ লাশ

টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে নাফ নদী। ছবি : সকাল সন্ধ্যা
টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে নাফ নদী। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে দুটি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর, তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদীর জেটি সংলগ্ন এলাকা থেকে লাশদুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি জানান, স্থানীয়রাই পুলিশ ও প্রশাসনকে লাশ ভেসে আসার কথা জানিয়েছে। তবে লাশের পরিচয় পওয়া যায়নি। লাশদুটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর ধারণা, গত সাড়ে সাত মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যে সংঘাত চলছে তাতেই মৃত্যু হয়েছে ভেসে আসা দুই ব্যক্তির।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, “ভেসে আসা লাশদুটি স্থানীয় বাসিন্দাদের নয়। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঘটনায় নিহত দুজনের লাশ নাফ নদী দিয়ে ভেসে এসেছে।”

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লাশ দুটি দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত