অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া। ক্রিকেট ঐতিহ্য ও শক্তিতে দুই দলের যোজন যোজন পার্থক্য। সেটিই ফুটে উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপে। বর্তমান চ্যাম্পিয়নরা আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে নামিবিয়াকে। বোলারদের দাপটে সুপার এইটও নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।
বুধবার (১২ জুন) অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের বোলাররা রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন। অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোইনিসদের সামনে ১৭ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় নামিবিয়া। সহজ এই লক্ষ্য ৬ ওভারের মধ্যে পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। জয়ে পেতে লেগেছে মাত্র ৫.৪ ওভার।
এই জয়ে দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল অস্ট্রেলিয়া। এর আগে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রথম দল হিসেবে পরের রাউন্ডে নাম লেখায় দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার বোলাররা জয়ের পথ গড়ে দিয়েছিলেন। শুরুতে আগুন ঝরিয়েছেন হ্যাজেলউড ও প্যাট কামিন্স। এরপর ঘূর্ণিজাদুতে নামিবিয়ার ব্যাটিং লাইন ধসিয়ে দেন জাম্পা। ম্যাচসেরার পুরস্কার জেতা এই লেগ স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। ৪ ওভারে ১৮ রানে হ্যাজেলউডের শিকার ২ উইকেট। স্টোইনিস ৩ ওভারে ৯ রানে পেয়েছেন ২ উইকেট।
তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ডাচ অধিনায়ক জেরার্ড এরাসমাস। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান মাইকেল ফন লিনজেনের।
৭৩ রানের লক্ষ্য কত দ্রুত পেরোনো যায়, সেই পরিকল্পনা করেই হয়তো নেমেছিল অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রানে বিদায় নেন।
বাকি কাজ সম্পন্ন করেছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। হেড ১৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে। অন্যদিকে মার্শ ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১৮ রানে।