Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

নারী ক্রিকেটে মোহামেডানের ৩৯২

মোহামেডানের রেকর্ড সংগ্রহ এসেছে দুই সেঞ্চুরিয়ান মুর্শিদা ও সোবহানার ব্যাটে। ছবি : বিসিবি
মোহামেডানের রেকর্ড সংগ্রহ এসেছে দুই সেঞ্চুরিয়ান মুর্শিদা ও সোবহানার ব্যাটে। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে মোহামেডান। মুর্শিদা খাতুন ও সোবহানান মোস্তারির জোড়া সেঞ্চুরি করেছেন। দুজনের ব্যাটে বিকেএসপিতে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ৩৯২ রান করেছে মোহামেডান। যা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ তে সর্বোচ্চ দলীয় রান।

নারী লিগে আগের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিকেএসপির। গত মৌসুমে তারা ৩২১ রান করেছিল কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে।

মোহামেডানের বিশাল সংগ্রহের বড় কৃতিত্ব নারী জাতীয় দলের দুই ব্যাটার ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির। দ্বিতীয় উইকেটে দুজন ২৫৭ রান যোগ করেন। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি।

বাঁহাতি ওপেনার মুর্শিদা অল্পের জন্য দ্বিশতক মিস করেন। অপরাজিত থাকেন ১৭৯ রানে। তাঁর ১৫৭ বলের ইনিংসে ২৩ চার ও দুই ছক্কা ছিল। জাতীয় দলের হয়ে রান খরায় ভুগতে থাকা সোবহানা ১০১ বলে করেছেন ১২৮ রান। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কা। এ ছাড়া ওপেনার জেসিয়া আক্তারের ব্যাট থেকে আসে ৭৫ রান।

মুর্শিদার অপরাজিত ১৭৯ বাংলাদেশ নারী লিগে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুলশান ইয়ুথ ক্লাব ১৪১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ২৫১ রানে। আট দলের লিগে মোহামেডান টানা তিন জয়ে শীর্ষে আছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত