Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নারী ক্রিকেটে শিরোপা মোহামেডানের

মোহামেডান
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ক্রীড়াঙ্গনে ছেলেদের ফুটবল-ক্রিকেটে এবার রানার্সআপ হয়েছে মোহামেডান। সাদাকালো শিবিরে তাতে সুদিন ফিরেছে বলছিল ক্রীড়াপ্রেমীরা। সেই সুদিনকে আরও উজ্জল করে নারী ক্রিকেটে শিরোপা জিতল ক্লাবটি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেটে এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।

১০ দলের সিঙ্গেল লিগ পদ্ধতির টুর্নামেন্টে টানা ৯ ম্যাচ জিতেছে সালমা খাতুনের দল। লিগের সবশেষ রাউন্ডে বুধবার বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংককে ৪৬ রানে হারিয়ে শিরোপা উল্লাস করে মোহামেডান।

ম্যাচে আগে ব্যাট করে ২৪৯ রানের স্কোর গড়ে মোহামেডান নারী দল। তাতে হারের শঙ্কা অনেকটাই দূর হয়। রান তাড়ায় নামা রূপালী ব্যাংক ২০৩ রানে থামলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মোহামেডান।

২০১৪-১৫ আসরে নারী লিগে প্রথম শিরোপা জয়ী ছিল মোহামেডান। ২০২১-২২ মৌসুমে দ্বিতীয় শিরোপা জেতে তারা। গতবার রূপালী ব্যাংকে শ্রেষ্ঠত্ব কেড়ে নেয় সাদাকালোদের থেকে। এবার তা পুনরূদ্ধার করে তৃতীয় শিরোপা নিশ্চিত করে মোহামেডান। এতে ১০ আসরে সর্বোচ্চ তিনবারের শিরোপা জয়ের রেকর্ড তাদের। দুবার শিরোপা জিতেছে রূপালী ব্যাংক, একবার করে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ ও আবাহনী লিমিটেড। আর তিনবার লিগ হয়নি।

৩১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে তারা। তৃতীয় উইকেট জুটিতে ১১৪ রান যোগ করে বিপদ দূর করেন আয়েশা রহমান ও সোবহানা মোস্তারি। ৮ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৭২ রান আয়েশার। ৯১ বলে ৬৮ রানের ইনিংসে ৪ চার ২ ছক্কা মারেন সোবহানা। পরে রুমানার ৪০ বলে ৪০ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান করে মোহামেডান।

লিগে ৯ ইনিংসে ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪৪৬ রান করে মোহামেডানের শিরোপা জয়ে বড় অবদান রাখেন বাঁহাতি ওপেনার মুর্শিদা। সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৯ রানের ইনিংসও আসে তার ব্যাট থেকে। ৭ ইনিংসে ২ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩৭৭ রান করেন তরুণ ব্যাটার সোবহানার।

এদিকে রান তাড়ায় রূপালী ব্যাংকের শুরুটা ভালোই হয়। ৩ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৪ রান করেন ওপেনার ইশমা তানজিম। অভিজ্ঞ ফারজানা হক খেলেন ১০৯ বলে ৬৫ রানের ইনিংস। ছয় নম্বরে নামা ফারজানা আক্তার লিসার ব্যাট থেকে আসে ৫১ বলে ৪৮ রানের ইনিংস। তবে বাকিরা তেমন কিছু করতে না পারায় ১৯ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় রূপালী ব্যাংক। মোহামেডানের হয়ে বল হাতে ৪৪ রানে ৫ উইকেট নেন দিশা কাসাত।

এদিকে দিনের অন্য ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে রানার্স আপ হয়েছে আবাহনী। ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট তাদের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত