নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে নেপালের স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটির পাইলট এম আর শাক্য বেঁচে আছেন। তবে আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান কাঠমাণ্ডু পুলিশের মুখপাত্র ডন বাহাদুর কারকি।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই গোটা উড়োজাহাজে আগুন ধরে যায়।
স্থানীয় মিডিয়া কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, উড়োজাহাজটিতে ১৯ জন যাত্রী ছিল। এটি কাঠমাণ্ডু থেকে পোখারার দিকে রওয়ানা দিয়েছিল।
সৌর্য এয়ারলাইন্স মূলত বোম্বারডিয়ার সিআরজে ২০০ সিরিজের তিনটি উড়োজাহাজ দিয়ে নেপালের মধ্যেই ফ্লাইট পরিচালনা করে।
দুর্বল উড়োজাহাজ ব্যবস্থাপনার জন্য নেপাল আগে থেকেই সমালোচিত। ২০২৩ সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৭২ জনের প্রাণহানি হয়েছিল। দুর্ঘটনাটি ঘটেছিল উড়োজাহাজের পাইলট ভুলবশত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায়।
তথ্যসূত্র : এনডিটিভি