নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুরে জীবন্ত ইলিশ মাছ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার চর ফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজারের পাশে একটি পুকুরে ইলিশটি পাওয়া যায়।
পুকুরে ইলিশ মাছ ধরা পড়ার বিষয়টি এলাকার মানুষের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি করে। এই মাছের ভিডিও ইতোমধ্যে ছড়িয়েছে সোশাল মিডিয়ায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু নাসের সজিব জানান, ভূমিহীন বাজারের পাশে এনামুল হক ওরফে মিয়া মেম্বারের মসজিদের পুকুরে পানি কমানোর পর জাল ফেলা হয়। জালে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছ দেখে প্রথমে তাদের বিশ্বাস হচ্ছিল না। পরে ভালোভাবে দেখে নিশ্চিত হন এটি ইলিশই।
ইলিশটির ওজন প্রায় এক কেজি জানিয়ে তিনি বলেন, নদী থেকে এনে কোরাল মাছের পোনা ছাড়া হয়েছিল পুকুরটিতে। সেই পোনা মাছের সঙ্গে ইলিশটি আসতে পারে।
স্থানীয় আরেক বাসিন্দা হামিদ রনি বলেন, “সাগর-নদীর মাছ পুকুরে দেখে আমরা অবাক হয়েছি। নদীর তীরবর্তী উপজেলা হিসেবে আমরা আগেও জীবন্ত ইলিশ দেখেছি। তবে পুকুরের মিঠা পানিতে এই প্রথম ইলিশ দেখলাম।”
কোম্পানীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার বলেন, “গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে বাণিজ্যিকভাবে এটি লাভজনক নয়। এছাড়া স্বাদু পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না।”
তার ধারণা, নদীর তীরবর্তী উপজেলায় অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটি পুকুরে আসতে পারে।