Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

পদত্যাগ করলেন বেগম রোকেয়ার উপাচার্য

ss-berobi-9-8-24
Picture of আঞ্চলিক প্রতিবেদক, রংপুর

আঞ্চলিক প্রতিবেদক, রংপুর

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন।

শুক্রবার রাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এর আগে গত ৬ আগস্ট বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সহিংসতায় গড়ালে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়।

একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কোটা সংস্কারের দাবি পরিণত হয় শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। নতুন সরকারের প্রধান উপদেষ্টার শনিবার নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে যাওয়ার কথা রয়েছে। উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিরও তার সঙ্গে যাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত