টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ধারণা করা হয়েছিল পাকিস্তানের ক্রিকেটে বড়সড় পরিবর্তন আসছে। সেটিরই শুরু হয়তো হলো নির্বাচন কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে ছাঁটাই করে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। হেরেছিল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। বাবর আজমদের টপকে আমেরিকানরা সুপার এইটে ওঠায় লজ্জায় ডুবেছিল পাকিস্তান। বিশ্বকাপ শেষ হওয়ার পর দল নিয়ে পিসিবির সিদ্ধান্ত গ্রহণের কথা জানা গিয়েছিল। ওয়াহাব ও রাজ্জাককে সরিয়ে হয়তো পরিবর্তনের শুরুটা করল পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
রাজ্জাক ছিলেন পাকিস্তানের পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক। অন্যদিকে ওয়াহাব দায়িত্ব পালন করছিলেন পুরুষ দলের নির্বাচক হিসেবে। তবে এখন থেকে এই দুজন নির্বাচন কমিটিতে থাকছেন না।
পিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, “খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে ওয়াহাব-রাজ্জাককে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ওয়াহাবকে পুরুষ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিল পিসিবি। পরে অবশ্য ওই পদ থেকে সরালেও ৭ সদস্যের নির্বাচন কমিটিতে রাখা হয় সাবেক এই পেসারকে।