Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে নিহত ৯

বেলুচিস্তানে মঙ্গলবার রাতে ইরানের  হামলার পর এলাকাটি ঘিরে রাখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা
বেলুচিস্তানে মঙ্গলবার রাতে ইরানের হামলার পর এলাকাটি ঘিরে রাখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা
[publishpress_authors_box]

ইরানের ভূখণ্ডে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ভূখণ্ডে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুই দিন পর বৃহস্পতিবার এই পাল্টা হামলা চালানো হলো বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিচ্ছিন্নতাবাদী বেলুচ জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিসতান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে আঘাত হেনেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ঘটনায় দুই শিশু নিহতের তথ্য জানায় পাকিস্তান।

মঙ্গলবার রাতের হামলার পর তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, পাকিস্তানের ভূখণ্ডে থাকা সশস্ত্র গোষ্ঠী জইশ-আল-আদলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, ইরান ও পাকিস্তানের একে অপরের ভূখণ্ডে এই পাল্টাপাল্টি হামলায় সে আশঙ্কা আরও বাড়ল।

ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে “সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো অত্যন্ত সমন্বিত ও সুনির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রীক সামরিক অভিযান” বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে তাদের বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।”

“ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান পাকিস্তানের রয়েছে” বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, “পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষাই আজকের এই হামলা চালানোর মূল উদ্দেশ্য।”

পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে “সর্বোচ্চ” সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ইরানের পক্ষ থেকে যেকোনো ধরনের “অপঘাত” শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত