Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে এবার বিশেষ কিছু করার লক্ষ্য শান্তর

শান্ত
[publishpress_authors_box]

১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বে হৈইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য এই দলটির বিপক্ষে সুখকর অতীত খুব কম। পাকিস্তানের মাটিতে নেই বললেই চলে। সেই অতীত এবার বদলাতে চান নাজমুল হোসেন শান্ত। করতে চান বিশেষ কিছু।

পাকিস্তানে সব ফরম্যাট মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে ২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। হার সবগুলোতেই।  সেই অতীত এবার পরিবর্তন করার বিশ্বাস রাখছেন বাংলাদেশের তরুণ অধিনায়ক শান্ত।

রাওয়ালপিন্ডিতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “এটি (টেস্টে পাকিস্তান ১২, বাংলাদেশ০) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।”

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০০৩ সালে। সেবার মুলতান টেস্টে মাত্র ১ উইকেটে হেরে যায় খালেদ মাহমুদ সুজনের দল। ইনজামাম উল হকের অপরাজিত ১৩৮ রানে জিতেছিল পাকিস্তান। অধিনায়কের দৃঢ়তা ও আম্পায়ার অশোকা ডি সিলভার ভুল সিদ্ধান্তে পাকিস্তানকে ২৬১ রানের লক্ষ্য দিয়ে ১৩২ রানে ৬ উইকেট ফেলে দিয়েও প্রথম টেস্ট জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

অবশ্য দল হিসেবে বিশেষ কিছু করার পাশাপাশি সাকিব আল হাসানের দিকেও তাকিয়ে আছেন শান্ত। অধিনায়কের বিশ্বাস দলের পাশাপাশি সাকিবও এই টেস্টে বিশেষ কিছু করবেন, “সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে দেখি। সে নিজের দায়িত্ব জানে এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তাও জানে। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত