Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে ঐতিহাসিক জয় বাংলাদেশের

মিরাজ
[publishpress_authors_box]

২০০৩ সালে যা হয়নি, ২১ বছর পর সেই আক্ষেপ মিটল। আনন্দের ফল্গুধারা ছড়িয়ে হাসি হয়ে ফুটল বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমীদের মুখে। পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয় পেল বাংলাদেশ। রবিবার রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তরা ১০ উইকেটের জয় পেয়েছে।

৩০ রানের জয়ের লক্ষ্যে নেমে জাকির হাসান ১৫ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। পয়েন্ট এখন ২৪। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া টেস্ট খেলুড়ে ১১ দলের ৯টির বিপক্ষে জয়ের চক্র পূরণ করল বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ইনিংসে নেওয়া ১১৭ রানের লিডের বিপরীতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রান তুলতে পারে পাকিস্তান।

টেস্ট ক্রিকেটে মোট ১৪৩ ম্যাচে এটি বাংলাদেশের ২০তম জয়। ১৮ ড্রয়ের বিপরীতে আছে ১০৫টি হার। বাংলাদেশের সর্বোচ্চ ৮ টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি। ২ জয় নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ১টি করে জয় আছে বাংলাদেশের।

বিদেশের মাটিতে বাংলাদেশ সপ্তম টেস্ট জয় পেল। পাকিস্তানের মাটিতে পাওয়া এ জয় রেকর্ড গড়া। আর কোনও দল স্বাগতিকদের ১০ উইকেটের ব্যবধানে তাদের মাটিতে টেস্টে হারাতে পারেনি। বাংলাদেশের কাছে এই রেকর্ড আর অক্ষত রাখতে পারলো না পাকিস্তান।

এই ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অষ্টম অবস্থান থেকে ছয়ে উঠেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে টাইগারদের পয়েন্ট ২৪। শ্রীলঙ্কার সমান পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ে টেস্ট হারায় পিছিয়ে শান্তরা। ৬ ম্যাচের মধ্যে চতুর্থ হার হজম করে ২২ পয়েন্ট পাওয়া পাকিস্তান নেমে গেছে ৮ নম্বরে।

রাওয়ালপিন্ডির আগে মোট ১৩ ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে ১টি মাত্র ড্র। সেটাও ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র করেছিল পাকিস্তান। পাকিস্তানে সব ফরম্যাট মিলিয়ে মোট ২০ ম্যাচে কোনও সাফল্যই ছিল না। এবার বিশেষ কিছু করার আশায় টেস্ট শুরু করেন শান্ত। সেই অর্জন প্রথম টেস্টেই পেয়ে গেছেন। এবার অন্তত পাকিস্তানে সিরিজ হারের কোনও শঙ্কা নেই।

টেস্টের শেষদিন প্রথম সেশনেই পাকিস্তানের ৫ উইকেট তুলে জয়ের পথ তৈরি করে বাংলাদেশ। লাঞ্চের পর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে ১৪৬ রানে। বাংলাদেশের সঙ্গে টেস্টে এটাই সবচেয়ে কম দলীয় রান পাকিস্তানের।

প্রথম সেশন চাপে পড়া পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। মোহাম্মদ রিজওয়ানের একার লড়াইয়ে ইনিংস হারের শঙ্কা এড়াতে পেরেছে কেবল। রিজওয়ান ৮০ বলে ৫১ রান করে মিরাজের বলে বোল্ড হন নবম ব্যাটার হিসেবে। এর আগে পরে শাহীন শাহ আফ্রিদি ও শেষ উইকেট হিসেবে মোহাম্মদ আলীকে ফিরিয়ে মিরাজ নিজের চার উইকেট পূর্ণ করেন। সাকিব নিয়েছেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৪৪৮/৬ ডি. ও ১৪৬ (রিজওয়ান ৫১, আবদুল্লাহ ৩৭; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)।

বাংলাদেশ : ৫৬৫/১০ ও ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*; শাহীন ০/৮)।

ফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : মুশফিকুর রহিম।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত