Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে ব্যাটিং ব্যর্থতার দিনে উজ্জ্বল জয়

জয়
[publishpress_authors_box]

পাকিস্তান শাহিনস বা “এ” দলের বিপক্ষে চলতি সিরিজটি শুধুই সূচির অংশ না। টেস্ট সিরিজ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতির অংশও। বাংলাদেশ “এ” দলের হয়ে সেই প্রস্তুতিতে নেমেছেন জাতীয় দলের চার ক্রিকেটার। প্রথম চারদিনের ম্যাচের প্রথমদিনটি অবশ্য প্রত্যাশামতো হয়নি।

যাদের প্রস্তুতিটা ভালো হওয়ার কথা সেই ভরসার জায়গা মুশফিকুর রহিম ও মুমিনুল হক ব্যর্থ হয়েছেন। বড় রান পাননি দুজনের কেউই। মাহমুদুল হাসান জয় অবশ্য স্বস্তি দিয়েছেন। প্রথম ইনিংসে দলের ১২২ রানে তার স্কোরই ছিল ৬৫।

ইসলামাবাদ ক্লাব মাঠে চারদিনের ম্যাচের প্রথম দিনটির অর্ধেক ভেস্তে যায় ভেজা মাঠ ও আলোর স্বল্পতায়। দুপুর ২টার দিকে খেলা শুরু হয়ে মাঠে মাত্র ৪৬ ওভাব হতে পেরেছে। তাতেই বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায়।

জাকির হাসান ও এনামুল হক বিজয় দ্রুত বিদায় নেন ০ ও ৭ রানে। মুমিনুল ১২১ ও মুশফিক ১৪ রান করে জয়কে কিছুটা সঙ্গ দেন। এরপর পুরো লড়াইটা এই ওপেনারের একার। কোন রান করার আগেই ফিরেছেন নাঈম হাসান ও শাহাদাত হোসেন দিপু। নিচের দিকে তানজিম সাকিব ৫, রেজাউর ১০, হাসান মুরাদ ০ ও হাসান মাহমুদ ২ রান করেন।

পুরো ইনিংসে একপ্রান্ত আগলে দারুণ খেলেছেন জয়। ১১৬ বলের ইনিংসে ছিল ৯টি চার। দিন শেষে প্রথম ইনিংসে মাত্র ২ ওভার খেলতে পেরেছে পাকিস্তান শাহিনস (এ দল)।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত