একটা সময় পিএসজির ‘বম্ব স্কোয়াডে’ পাঠিয়ে দেওয়া হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। পরে ক্লাবের সঙ্গে সমঝোতায় ফিরেন মূল দলে। এরপর থেকেই আলো ছড়িয়ে চলেছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। তার ঝলকে গতকাল আরও একটি শিরোপা জিতল পিএসজি।
তুলুজকে ২-০ ব্যবধানে হারিয়ে ফরাসি চ্যাম্পিয়নস ট্রফি (সুপার কাপ) ধরে রেখেছে পিএসজি। ফরাসি ক্লাবটির হয়ে এ নিয়ে ১৩টি শিরোপা জিতলেন এমবাপ্পে। আর ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করলেন ২২টি গোল।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ৩ মিনিটেই লি কাং ইনের গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির আগেই দারুণ গোলে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর শিরোপা নিয়ে মাতেন উৎসবে। এর মাঝেই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমে। তিনি কথা বলেছেন লিওনেল মেসিকে নিয়েও,‘‘আমি সবসময় মেসির সঙ্গে খেলতে না পারাটা মিস করি। আমার মত ফুটবলার যারা বেশি জায়গা নিয়ে খেলতে পছন্দ করে, তারা মেসির কাছ থেকে বল পাওয়ার নিশ্চয়তা পেতে পারে শতভাগ। মেসির সঙ্গে খেলা আসলেই বিশেষ কিছু।’’
মৌসুম শেষে তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। আর নিয়ম অনুযায়ী জানুয়ারিতেই রিয়াল বা অন্য কোন ক্লাব যোগাযোগ করতে পারেন এমবাপ্পের সঙ্গে। তাহলে কি পিএসজি ছেড়ে প্রিয় ক্লাব রিয়ালে যাবেন তিনি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জানালেন, ‘‘আমার কাছে শিরোপা জেতা বেশি গুরুত্বপূর্ণ। আজ একটি জিতলাম, আরও জিততে চাই। ক্লাবের ভেতরে আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না।’’
তিনি না চাইলেও বাস্তবতা হচ্ছে জুনে এমবাপ্পের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। এরপর কি করবেন এমবাপ্পে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বললেন,‘‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের পছন্দও ঠিক করিনি। গত গ্রীষ্মে ক্লাব সভাপতির সঙ্গে আমার সে ধরনের চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল, আমরা সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলব এবং শৃঙ্খলা বজায় রাখব।’’
বারবার দলবদলের শেষ দিকে এসে নাটক করেছেন এমবাপ্পে। রিয়ালকে পাকা কথা দিয়েও থেকে গেছেন পিএসজিতে। এবারও কি এমন নাটকীয় কিছু হবে? এমন প্রশ্নের উত্তরেও রহস্য রাখলেন এমবাপ্পে, ‘‘এটা ২০২২ সালের মে মাসের শেষ দিকে করেছি। মে মাস শেষ না হওয়া পর্যন্ত কিছু্ই জানতাম না। যদি জানিই কী করতে চাই, তাহলে অপেক্ষা করছি কেন?’’