কোটি ভারতীয় তরুণের আদর্শ মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক পছন্দ করেন আড়ালে থাকতে। তাই ভারত গত বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করলেও গ্যালারিতে দেখা যায়নি ধোনিকে।
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওর জন্য আলোচনায় এসেছেন ধোনি। তৈরি হয়েছে বিতর্কও। একটি অনুষ্ঠানে ধূমপান করতে দেখা গেছে তাকে। হুঁকোয় টান দিচ্ছিলেন তিনি। এ নিয়ে একটা পক্ষ বলছেন, ধূমপানের ভিডিও ভুল বার্তা দেবে তার ভক্তদের। কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
আরেকটা পক্ষ অবশ্য তাতে দোষের কিছু দেখছেন না। কারণ ধোনি নিয়মিত ধূমপান করেন না। মাঝে মাঝে শখ করে অনেকেই হুঁকোয় টান দেন। ধোনিও তাই করেছেন।
ধোনির এই ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় এসেছে তার চেন্নাইয়ের সতীর্থ জর্জ বেইলি একটা সাক্ষাৎকার। সেখানে বেইলি বলেছিলেন, ‘‘ধোনি মাঝেমাঝে ধূমপান করে। ওর পছন্দ হুঁকো। নিজের ঘরে মাঝেমাঝে হুঁকোয় টান দেয়। লুকিয়ে রাখার চেষ্টাও করে না এটা। তবে নিয়মিত ধূমপান করেনা ধোনি।’’