আরেকটি ফাইনালে আর্জেন্টিনা। কোপা আমেরিকা হিসাব করলে টানা দ্বিতীয়বার। আর সব মিলিয়ে টানা তিনটি ফাইনালে উঠেছে লিওনেল মেসিরা। আগের দুটিতে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এবার কি শিরোপার ‘হ্যাটট্রিক’ হবে? ফাইনালে যাই হোক ফল, মেসি কিন্তু সময়গুলো দারুণ উপভোগ করছেন।
মেসির নেতৃত্বে ২০২১ সালের কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ সালের বিশ্বকাপও জেতে লাতিন আমেরিকার দেশটির। সাফল্যের ধারায় আরেকটি শিরোপা জেতার সামনে তারা। কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আরও একটি ফাইনাল নিশ্চিতের পর মেসি বলেছেন, “এই দলটা যা করেছে, এই আর্জেন্টিনা যা অর্জন করেছে, সত্যি সেটা পাগলাটে। আমরা আরেকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। আমরা যারা আগের প্রজন্ম আছি, তাদের আরেকটি ফাইনাল খেলার সুযোগ হচ্ছে।”
জাতীয় দলে মেসির দীর্ঘদিনের সঙ্গী আনহেল দি মারিয়া। এই উইঙ্গার জানিয়ে দিয়েছেন এবারের কোপা আমেরিকার পরই জাতীয় দলকে বিদায় বলবেন। মেসি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু বলেননি। তবে বয়সের ভারে প্রতিদিনই অবসরের দিকে এগিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।
মেসি নিজেও জানেন ব্যাপারটি, তাই উপভোগ করছেন প্রতি মুহূর্ত, “হ্যাঁ আমি জানি শেষের লড়াইগুলোর মধ্যে এখন আছি। এগুলোকে আমি পুরোপুরি উপভোগ করছি। আরেকবার ফাইনালে খেলা মোটেও সহজ কাজ নয়। আমাদের উপভোগ করতে হবে। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে।”
কোয়ার্টার ফাইনালে নিষ্প্রভ মেসি সেমিফাইনালে জ্বলে উঠেছিলেন। ছন্দময় ফুটবলে বিরতি থেকে ঘুরে এসে গোলের দেখাও পেয়ে যান। এনজো পেরেসের নেওয়ার শট ছোটবক্সের সামনে থেকে মেসির পা ছুঁয়ে জড়িয়ে যায় জালে। জাতীয় দলের জার্সিতে এটি মেসির ১০৯তম গোল। তাতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইরানের কিংবদন্তি আলি দাইয়িকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে বসলেন মেসি। তার সামনে আছেন কেবল ১৩০ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো।