এশিয়ান ইনডোরে প্রথমবার গিয়েই পদক জিতেছেন জহির রায়হান। রবিবার (১৮ ফেব্রুয়ারি) তেহরানে ৪০০ মিটার ফাইনালে এই বাংলাদেশি অ্যাথলেট ৪৮.১০ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জিতেছেন। সোনা জিতেছেন ইরানের সাজ্জাদ আঘাই (৪৭.৯৫ সে.)।
প্রথম যাত্রায় পদক জিতে দারুণ খুশি জহির রায়হান। একই সঙ্গে ফেডারেশন সম্পাদক আব্দুর রকিব মন্টুও গর্বিত, “এই ইভেন্ট প্রথম যোগ করেছে এশিয়ান ইনডোরে। জহির খুব ভালো দৌড়েছে। এই পদক তার জীবনে বড় স্মৃতি হয়ে থাকবে। ফেডারেশন সভাপতি ফোন করে অভিনন্দন জানিয়েছেন।”
অথচ গত জাতীয় অ্যাথলেটিকসে ঢাকায় জহির ৪৭.৭৬ সেকেন্ডে সোনা জিতেছিলেন। সেই তুলনায় তেহরানে একটু বেশি সময় নিয়েছেন। তবে মন্টু বলেছেন, “স্টেডিয়ামের ট্র্যাকে দৌড়ানো আর ইনডোরে দৌড় এক নয়। তাই টাইমিং একটু কমে-বাড়ে। তবে জহির বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে, এতেই আমরা খুশি।”