Beta
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ব্যাটিং উদ্যানে কাঁটায় বিদ্ধ বাংলাদেশ

প্রথম ওভারেই ০ রানে আউট সাদমান ইসলাম।
প্রথম ওভারেই ০ রানে আউট সাদমান ইসলাম।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ব্যাটিং উদ্যান বানিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। সেই উদ্যানে কাঁটায় বিদ্ধ বাংলাদেশি ব্যাটাররা।

সপ্তম ওভারেই ৩২ রানে ৪ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের পর ফিরেন নাইট ওয়াচম্যান হাসান মাহমুদও। বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৮ রানে। মাত্র ৯ ওভারেই তারা হারিয়েছে ৪ উইকেট! প্রোটিয়াদের চেয়ে তারা পিছিয়ে ৫৩৭ রানে।

নাজমুল হোসেন শান্ত ৪ রান ও মুমিনুল হক অপরাজিত আছেন ৬ রানে। ফলোঅন এড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। আলো স্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে আগেই, তাই বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু হবে মিনিট দশেক আগে।

রাবাদার প্রথম ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন সাদমান ইসলাম (০)। রাবাদারই অফ স্টাম্পের বাইরের বলকে ব্যাকফুটে পাঞ্চ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জাকির হাসানও। তিনি করেন ২। মিরপুরে বাদ পড়লেও চট্টগ্রামে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না সেটা।

এরপর ডেন প্যাটারসনের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মাহমুদুল হাসান জয় (১০)। নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ কেশব মহারাজের বলে বোল্ড ৩ রানে।

শুরুতেই ফিরলেন সাদমান, ১৭ ছক্কায় প্রোটিয়াদের ৫৭৫

উইয়ান মুল্ডারের সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছিলেন এইডেন মারক্রাম। তাইজুল ইসলামকে ছক্কা মেরে ৯৯ থেকে ১০০’তে পৌঁছান তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির উদযাপনের সময়ই মারক্রাম জানিয়ে দেন, যথেষ্ট হয়েছে।

 ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তাদের ইনিংসে ছিল ১৭টি ছক্কা। কোনো টেস্ট ইনিংসে এটাই তাদের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।

একই টেস্টে তিনজন সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার, তিন জনেরই এটা প্রথম টেস্ট সেঞ্চুরি। টনি ডি জর্জি ১৭৭, ট্রিস্টান স্টাবস ১০৬ আর উইয়ান মুল্ডার করেন অপরাজিত ১০৩। সেনরুয়ান মুথুসামি অপরাজিত ছিলেন ৬৮ রানে। মুল্ডারের সঙ্গে সপ্তম উইকেটে ১৫০ রানের জুটি গড়ের মুথুসামি।

সেঞ্চুরি করা মুল্ডারকে শুভেচ্ছা জানাচ্ছেন মুথুসামি। ছবি : ক্রিকইনফো

তাইজুল ইসলাম ১৯৮ রানে নেন ৫ উইকেট। অপর উইকেটটি নাহিদ রানার। বাংলাদেশের আর কোনো বোলার পাননি উইকেটের দেখা।

জবাবে  কাগিসো রাবাদার করা প্রথম ওভারেই আউট সাদমান ইসলাম (০ রান)। আম্পায়ার শুরুতে আউট না দিলেও প্রোটিয়ারা রিভিউ নিলে দেখা যায়, ব্যাট ছুঁয়ে বলটা গিয়েছিল উইকেটরক্ষকের গ্লাভসে। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৮।

৫ রান পেনাল্টি পেয়েছে বাংলাদেশ

১৪৪তম ওভারের দ্বিতীয় বলে পিচের মাঝখান দিয়ে দৌড়ে রান নিয়েছিলেন মুথুসামি। এর শাস্তি হিসেবে বাংলাদেশ পায় ৫ রান পেনাল্টি। ব্যাটিং শুরুর আগেই বাংলাদেশের স্কোরে যোগ হয়েছিল ৫ রান।

কাগিসো রাবাদার দ্বিতীয় বলটা ছিল নো। সেই বলে বাই থেকে আসে ৪ রান। এক বলেই ৫। তাতে ব্যাটে কোন রান না হলেও বাংলাদেশের স্কোর ছিল ১০!

৪ বছর পর প্রোটিয়াদের প্রথম ৫০০

একটা আক্ষেপ দূর হলো দক্ষিণ আফ্রিকার। ২০২০ সালের পর টেস্টে ৫০০ রানের স্কোর পায়নি তারা। বুধবার চট্টগ্রামে সেই আক্ষেপ দূর করল এইডেন মারক্রামের দল। চা বিরতি পর্যন্ত ১৩৫ ওভারে তারা করেছে ৬ উইকেটে ৫২৭ রান।

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ৫৭৩ করেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে। এরপর ২০২০ সালে সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে তারা করে ৬২১। এরপর আর ৫০০ বা বেশি রানের স্কোর পায়নি প্রোটিয়ারা। এশিয়ার মাটিতে ৫০০’র বেশি স্কোর পায়নি ২০১৩ সালের পর।

 চট্টগ্রামে আলো ছড়িয়েছেন টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, উইয়ান মুল্ডার, সেনরুয়ান মুথুসামিরা। টনি ডি জর্জি বুধবার আউট হয়েছেন ক্যারিয়ার সেরা ১৭৭ রানে।

টনি ডি জর্জি আউট হয়েছেন ১৭৭ রানে। ছবি : ক্রিকইনফো

প্রথম সেশনে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো প্রোটিয়াদের হয়ে হালটা ধরেন উইয়ান মুল্ডার ও সেনরুয়ান মুথুসামি। সপ্তম উইকেটে দুজন করেছেন ১০০ ছাড়িয়ে যাওয়া জুটি। এ নিয়ে এশিয়ার মাটিতে এক টেস্টে দ্বিতীয়বার তিনটি ১০০ ছাড়িয়ে যাওয়া জুটি গড়ল প্রোটিয়ারা। প্রথমবার করেছিল ১৯৯৭ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে।

মুল্ডার ৭৮ ও মুথুসামি ব্যাট করছেন ৪৭ রান নিয়ে। এই সেশনে একটাই উইকেট পেয়েছে বাংলাদেশ। ১২ রান করা রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। দুই বছর পর টেস্টে বল করেছেন মাহমুদুল হাসান। ২ ওভারে ১৪ রান দেন এই ওপেনার।

তাইজুলের ৫ উইকেট, পাশে বসলেন বেদির

প্রথম ঘণ্টার শুরুটা ছিল হতাশার। উইকেট নেওয়ার মতো সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। ড্রিঙ্কসের পর বদলে যায় ছবিটা। প্রথম দিন অপরাজিত থাকা দুই ব্যাটার ডেভিড বেডিংহাম ও টনি ডি জর্জিকে ফেরান তাইজুল ইসলাম। এরপর কাইল ভেরেইনাকে এলবিডব্লিউ করে পূরণ করেন ‘ফাইফার’।

লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৪১৩ রান। রায়ান রিকেলটন ১১ ও উইয়ান মুল্ডার অপরাজিত ১২ রানে। প্রোটিয়াদের ৫ উইকেটের ৫টিই নিয়েছেন তাইজুল। প্রথম সেশনে ২৯ ওভারে প্রোটিয়ারা করেছে ১০৬ রান। বাংলাদেশ নিয়েছে ৩ উইকেট।

প্রথম দিনের দুটি উইকেটও নিয়েছিলেন তাইজুল। বুধবার আরও তিন উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৪তম বার নিলেন ইনিংসে ৫ বা বেশি উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৯বার ইনিংসে ৫ বা বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদিও টেস্টে নিয়েছেন ১৪বার ইনিংসে ৫ বা বেশি উইকেট। ভারতীয় কিংবদন্তি বেদি এই কীর্তি করেছেন ৬৭ টেস্টে, তাইজুল তাকে ছুঁয়ে ফেললেন ৪৯ টেস্টেই।

পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট উইকেটের ফিফটির মাইলফলকে পা রাখলেন তাইজুল। এই ভেন্যুতে সবচেয়ে বেশি ৬৮ উইকেট সাকিব আল হাসানের।

মিরপুর টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। আর দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৮ উইকেট।

৯৯তম ওভারের প্রথম বলেই তাইজুলকে ছক্কা মেরেছিলেন বেডিংহাম। পরের বলেই তাকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার।  সামনের পা সরিয়ে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন ২ বাউন্ডারি ৪ ছক্কায় ৫৯ করা বেডিংহাম।

টেস্ট ক্যারিয়ারে ১৪তম বার ইনিংসে ৫ বা বেশি উইকেট পেলেন তাইজুল ইসলাম। ছবি : বিসিবি

এরপর ডাবল সেঞ্চুরির আশা জাগানো টনি ডি জর্জিকে এলবিডব্লিউ করেন তাইজুল। মিডল–লেগ স্টাম্প বরাবর করা বলটি সুইপ করতে যেয়ে প্যাডে লাগলে রিভিউ নেন তিনি। কিন্তু লাভ হয়নি। ডি জর্জি ফেরেন ১২ বাউন্ডারি ৪ ছক্কায় ১৭৭ রানে।

মিরপুর টেস্টে সেঞ্চুরি করা কাইল ভেরেইনাকেও (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাাইজুল। সুইপ করতে যেয়ে এলবি হন তিনি। ২ উইকেটে ৩৮৬ থেকে দক্ষিণ আফ্রিকা ৩৯১ রানে পরিণত হয় ৫ উইকেটে। ৫ রানের ব্যবধানে তারা হারায় ৩ উইকেট।

প্রথম ঘণ্টায় সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ

হতাশার প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স জানিয়েছিলেন, দ্বিতীয় দিন সকালে দ্রুত কয়েকটা উইকেট নেওয়ার কথা। উইকেট পরের কথা, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের অস্বস্তিতে ফেলার মতো বোলিংও বাংলাদেশ করতে পারেনি প্রথম ঘণ্টায়।

দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহাম খেলছেন স্বাচ্ছন্দ্যে। প্রোটিয়ারা ২ উইকেটে করেছে ৯৬ ওভারে ২ উইকেটে করেছে ৩৬৬ রান। ডি জর্জি ১৬৬ ও বেডিংহাম ব্যাট করছেন ৫০ রানে। টেস্টে এটা তৃতীয় ফিফটি বেডিংহামের।

 প্রথম দিন খেলা হয়েছিল ৮১ ওভারে। প্রোটিয়ারা দিন শেষ করেছিল ২ উইকেটে ৩০৭ রানে। বুধবার প্রথম ঘণ্টায় ১৫ ওভারে তারা করে ৫৯ রান।

বুধবার হাসান মাহমুদের করা দিনের দ্বিতীয় ওভারেই ডেভিড বেডিংহামের বিপক্ষে এলবিডব্লিউ’র আপিলে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন তিনি, তাতে দেখা যায় বলটা আগে ব্যাটে লেগে আঘাত করেছিল প্যাডে! এত বড় ইনসাইড এজে দেখে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের আগেই বোলিং প্রান্তে ফিরে আসেন হাসান মাহমুদ।

জ্বরের জন্য চট্টগ্রাম টেস্টে নেই লিটন দাস। তার শারীরিক অসুস্থতা নিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছিল বিসিবি। সেখানে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘২৮ অক্টোবর ( সোমবার) সন্ধ্যা থেকে সে উচ্চ মাত্রার জ্বরে ভুগছে লিটন। আজ (২৯ অক্টোবর) সকালে পরীক্ষার পর নিশ্চিত হয়েছিল, ভাইরাল জ্বর হয়েছে । হোটেলে নিজের রুমে আইসোলেশনে আছে লিটন। শরীরে ব্যথা, দুর্বলতা আর কাশি থাকলেও সন্ধ্যায় তাপমাত্রা কমেছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত