রান খরায় থাকা নাজমুল হোসেন শান্ত অসাধারণ খেলছেন চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে। নিজের আত্মবিশ্বাসী ইনিংসগুলোর একটি। সবশেষ গত বছর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।
ওই টেস্টের আগে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর নিজেকে খুঁজে ফিরছিলেন শান্ত। অবশেষে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিরে পেলেন নিজেকে।
এই ইনিংসে অসাধারণ ব্যাট করেছেন শান্ত। অশ্বিনকে মারা তিন ছক্কাতেই ছিল আত্মবিশ্বাসের ছাপ। ক্রিজের অপরপ্রান্তে বাকি ব্যাটাররা ভুল শটে আউট হলেও শান্ত ছিলেন নিঁখুত। ৬০ বলে ৫১ রানের ইনিংসে ৩- ছক্কা ও চারটি চার আছে শান্তর।
অপরপ্রান্তে ৫ রানে অপরাজিত সাকিব আল হাসান। ৫১৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪ উইকেটে তুলেছে ১৫৮ রান। লক্ষ্য থেকে ৩৫৭ রান দূরে সফরকারীরা।
অহেতুক ঝুঁকি নিয়ে আউট মুশফিক
আগের বলেই রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মেরেছিলেন। পরের বলে আবারও উড়িয়ে মারতে গেলেন। ফলাফল ক্যাচ আউট। অহেতুক শট নেওয়ার এমন ভুলে নিজের উইকেট বিলিয়ে দিলেন মুশফিকুর রহিম।
১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করেছিলেন মুশফিক। টেস্ট খেলা হলেও রারে পেছনে ছুটে ভুল করলেন। লং অনে দুর্দান্ত ক্যাচ ধরলেন লোকেশ রাহুল। মুশফিকের বিদায়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে ৪ উইকেট হারালো বাংলাদেশ।
মুশফিককে টেস্টে এখন পর্যন্ত ৫বার আউট করলেন অশ্বিন। এই ইনিংসে বাকি ব্যাটাররা প্রথম ইনিংসের চেয়ে কম ভুল করছিলেন। কিন্তু সবচেয়ে অভিজ্ঞ মুশফিক-ই বড় ভুল করে ফেললেন।
আবারও আশা জাগানো জুটির পতন
আরও একবার আশার বেলুন ফুটো হলো। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়ে উইকেট হারাচ্ছেন ব্যাটাররা। এই পথে হাঁটা তৃতীয় ব্যাটার মুমিনুল হক। ২৪ বলে ২ চারে ১৩ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়েছেন তিনি।
মুমিনুল আউট হওয়ায় ১২৭ রানে ৩ উইকেট হারালো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ৩৬ রানে। লক্ষ্য থেকে বাংলাদেশ পিছিয়ে ৩৮৮ রানে।
শান্তর সঙ্গে ৩৮ রানের দারুণ জুটি গড়েছিলেন মুমিনুল। অশ্বিনের বলের লাইন মিস করে ভুল করলেন। সামনে পায়ে রক্ষণাত্মক খেলেছিলেন। কিন্তু বল হালকা স্পিন করায় বাঁহাতি মুমিনুলকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত করে।
দুর্ভাগ্যজনক আউট হলেন সাদমান
জাকিরের মতো দারুণ খেলছিলেন সাদমান ইসলাম। তাকেও আউট হতে হলো উইকেটে সেট হয়ে। তবে জাকিরে চেয়ে সাদমানের আউটটি দুর্ভাগ্যজনক।
রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্ট্যাম্পের বলে ফ্লিক করতে গিয়েছিলেন লেগ সাইডে। বল তার মাঝ ব্যাটে হয়নি। আউট সাইেএজ হয়ে বল উঠে যায় শর্ট মিডউইকেটে দাঁড়ানো শুভমান গিলের হাতে। ৬৮ বলে ৩৫ রানের সংগ্রামী ইনিংস থামল তাতে।
সাদমানের আউটে ২ উইকেটে ৮৬ রান বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ১৪ রানে। মুমিনুল যোগ দিয়েছেন তার সঙ্গে। লক্ষ্য থেকে বাংলাদেশ পিছিয়ে ৪২৯ রানে।
বুমরাহর বলে জাকিরের লড়াই থামল
ভারতের বিশাল টার্গেটের জবাবটা ভালোই দিচ্ছিল বাংলাদেশ। দারুণ শুরুর পর বড় জুটির দিকে এগোচ্ছিলেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। অথচ জাসপ্রিত বুমরাহর গতির কাছে পরাস্ত হলেন।
অফস্ট্যাম্পের বাইরে একটু বাউন্স হয়ে ওঠা বলটিতে সহজ ড্রাইভ পুশ করেছিলেন জাকির। শটে কোন ভুল ছিল না। কিন্তু চতুর্থ স্লিপে দাঁড়ানো জশস্বি জয়সওয়াল বাঁদিকে ঝঁপিয়ে দুর্দান্ত ভাবে এক হাতে ক্যাচটি নিয়েছেন। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে থামেন জাকির।
বাংলাদেশ ১ উইকেটে করেছে ৬৩ রান। লক্ষ্যের চেয়ে এখনও ৪৫২ রানে পিছিয়ে।
ভারতে প্রথমবার ওপেনিংয়ে ৫০ বাংলাদেশের
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া ৫১৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে যাচ্ছেন দুই ওপেনার। দুজনে ৫৬ রানের জুটিতে ব্যাট করছেন। জাকির ৩২ ও সাদমান ২১ রানে ব্যাট করছেন।
এতে বিনা উইকেটে ৫৬ রান করে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দারুণ লড়াই ফিরিয়ে দিলেন ব্যাটাররা। জয়ের লক্ষ্যটা অবশ্য এখনও পাহাড়সম ৪৫৯ রান।
ভারতে এর আগে তিন টেস্ট খেলেছিল বাংলাদেশ। তাতে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৩৮ রানের, তামিম ইকবাল ও সৌম্য সরকারের। তা ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন জাকির-সাদমান।
তৃতীয় দিন চেন্নাইয়ের উইকেট অনেকটাই সহজ হয়ে উঠেছে ব্যাটারদের জন্য। ভারত ব্যাটাররা এই উইকেটে ভালো ব্যাটিং করে তা দেখিয়েছেন। বাংলাদেশ ব্যাটাররা এবার তাদের দেখানো পথেই হাঁটছেন।
দুই ওপেনারের মধ্যে জাকির একটু আগ্রাসী খেলছেন। এক ছক্কা ও ৫ চার ছিল তার ইনিংসে। সাবধানী ব্যাটিং করছেন সাদমান। মাত্র দুই চারে ভারত স্পিনারদের হতাশ করে দেওয়া শান্ত ব্যাটিং তার।
বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা ভারতের
চেন্নাই টেস্টে জয়ের ভাবনা আর নেই। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হওয়ার পরই ব্যাকফুটে পড়েছে বাংলাদেশ। এখন ড্র করার চিন্তাও করা যাচ্ছে না।
সিরিজের প্রথম টেস্টের আরও আড়াই দিনের মতো বাকি। এই সময় হাতে রেখে বাংলাদেশকে ৫১৪ রানের লিড দিয়েছে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। এতে নাজমুল হোসেন শান্তদের সামনে পাহাড়সমান জয়ের লক্ষ্য দাঁড়ায়।
টেস্টের তৃতীয় দিন এখন পর্যন্ত হতাশার সময় কেটেছে সফরকারীদের জন্য। সেঞ্চুরি করেছেন ঋষভ পান্ত ও শুভমান গিল। পান্ত সেঞ্চুরির আগে একবার জীবন পেয়েছেন। পরে ১০৯ রানে থামেন মেহেদি হাসান মিরাজের বলে।
অপর সেঞ্চুরি শুভমান গিলকে থামাতে পারেনি বাংলাদেশ। ১৭৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১৯৯ রানে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে ২২ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। দুজনের ৫১ রানের জুটিতে বাংলাদেশের হতাশা আরও বাড়ে।
চেন্নাইয়ের উইকেট এদিন আরও সহজ হয়ে যায় ব্যাটারদের জন্য। বল দেখে খেললে রান তোলা কঠিন নয় তা প্রমাণ করেছেন পান্ত ও গিল। এটাই বুমরাহ-সিরাজদের সামনে বাংলাদেশ ব্যাটারদের চ্যালেঞ্জ।
টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ড ২০০৯ সালে। দ্বিতীয় সারির উইন্ডিজের বিপক্ষে ২১৫ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে তাড়া করেছিল বাংলাদেশ। আর এবার তো ভারত লক্ষ্য দিয়েছে ৫১৪ রান।
অবশেষে মিরাজ থামালেন পান্তকে
ঝড়ো ব্যাটিং করতে থাকা ঋষভ পান্ত অবশেষে থামলেন। মেহেদি হাসান মিরাজের বলে লং অন দিয়ে বড় শট নেওয়ার চেষ্টায় ক্যাচ আউট হন। বোলিং করে ফিরতি ক্যাচ নেন মিরাজ নিজেই। ১২৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ করে থামলেন পান্ত।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন ক্লান্তিকর প্রথম সেশন পার করেছে বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে এই সেশনে ১২৪ রান তুলেছে ভারত। লাঞ্চের পর পান্তকে ফিরিয়ে কিছুটা স্বস্তি ফেরান মিরাজ।
পান্ত ফিরলেও আরেকটি সেঞ্চুরির অপেক্ষায় ভারত। শুভমান গিল ব্যাট করলেন ৯৭ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৪ উইকেটে ২৪৩। লিড দাঁড়িয়েছে ৪৭০।
লাঞ্চের আগে পান্তকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সাকিবের বলে তার ক্যাচ ফেলে দেন শান্ত। মিরাজ সেই ভুল করেননি। নিজের বলে নিজেই দারুণ গতিতে তার দিকে আসা ক্যাচটি নেন।
ক্যাচ মিসের আক্ষেপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ
চেন্নাই টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির আর দুই ওভার বাকি। সাকিব আল হাসানের বলে ক্রিজ ছেড়ে ছক্কা হাঁকানোর চেষ্টা ছিল ঋষভ পান্তের। বল উঠে গেল আকাশে। লং অন থেকে কিছুটা ছুটে এসে ক্যাচ ধরতে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
একশ ছাড়িয়ে অনেক বড় হতে থাকা এই জুটি ভাঙার একটা সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু বল দেখার অনেকটা সময় পেয়েও ক্যাচ ফেলে দেন বাংলাদেশ অধিনায়ক। ৭২ রানে জীবন পাওয়া পান্ত পরে টানা দুই চার মেরেছেন।
৮২ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন পান্ত। অপরপ্রান্তে অপরাজিত শুভমান গিল ৮৬। দুজনেই সেঞ্চুরির পথে। জুটি গড়েছেন ১৩৮ রানের। তাতে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৩ উইকেটে ২০৫। লিড দাঁড়িয়েছে ৪৩২ রানের।
তৃতীয় দিন প্রথম সেশনে মাত্র একটি সুযোগই পেয়েছিল বাংলাদেশ। এর বাইরে ভারত ব্যাটাররা কোন ভুল করেননি। আরেকটি সুযোগ এসেছিল পান্তকে ফেরানোর। হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়েছিলেন সরাসরি। কিন্তু বোলিংয়ের পর ফলোথ্রুতে পেসারদের জন্য ক্যাচ ধরা খুব কঠিন।
ক্যাচ মিসের এই হতাশা এখন বাংলাদেশ দলের ওপর। লিড ইতিমধ্যে পাঁচশোর দিকে। টেস্টের আরও দুই দিন হাতে রেখে সফরকারীদের রান পাহাড়ে চাপা দিতেই পারে ভারত।
প্রথম ঘণ্টায় কোনও সাফল্য নেই বাংলাদেশের
চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালটা আগের দুই দিনের মতো হয়নি বাংলাদেশের জন্য। ভারত ব্যাটাররা বেশ সতর্ক হয়ে খেলেছেন। সঙ্গে উইকেট ব্যাটারদের দিকে হাত বাড়িয়ে দেওয়ায় এ দিন প্রথম ঘণ্টায় কোনও সাফল্য নেই বাংলাদেশের।
শুভমান গিল ও ঋষভ পান্তের ব্যাটে ভালো ভাবেই এগিয়ে যাচ্ছে ভারত। ৩ উইকেটে ১৪১ রান তাদের। গিল অপরাজিত ১০৬ বলে ৬০ রানে। পান্ত ৭৫ বলে ৪৫ রানে। ৭৪ রানের জুটি তাদের। লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান।
প্রথম ও দ্বিতীয় দিনের সকালের মতো বাংলাদেশ পেসারদের ধারালো হতে দেখা যায়নি এদিন। পিচের গুড লেন্থ থেকে এক্সট্রা বাউন্স পাওয়ার মতো ডেলিভারি ছিল না একটিও। বরং উইকেট বরাবর বা উইকেটের বাইরে বল করেছেন। তাতে রক্ষণ ও বল ছেড়ে দেওয়া সহজ ছিল গিল ও পান্তের জন্য।
পাশাপাশি ভারতের এ দুই ব্যাটার একটু শান্ত ছিলেন। প্রথম ইনিংসের মতো উচ্চাভিলাষী শট খুব একটা খেলেননি তারা। শর্ট বল বা হাফভলি পেলেই কেবল ঝুঁকি নিয়ে বড় শট খেলেছেন। পুরো দিন ব্যাট করে বাংলাদেশকে পাঁচশো-সাড়ে পাঁচশোর মতো লক্ষ্য দিতে চায় ভারত।