Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

প্রথম টেস্টের মতো এবারও লিডে চোখ বাংলাদেশের

তাসকিন
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দুই দিন স্বাগতিকদের পক্ষেই ম্যাচ ছিল। বাংলাদেশের জন্য ড্র তখন এই টেস্টে সুখের ফল মনে হচ্ছিল। ড্র নয়, ঐতিহাসিক জয়ই পেয়েছে বাংলাদেশ। এই আনন্দের পথ করে দেয় প্রথম ইনিংসে ১১৭ রানের লিড।

সিরিজের দ্বিতীয় টেস্টের চিত্রটা ভিন্ন। বৃষ্টির কারণে এক দিন খেলা হয়নি। দ্বিতীয় দিন শেষে ম্যাচে বাংলাদেশ এগিয়ে। পাকিস্তানের প্রথম ইনিংস ২৭৪ রানে গুটিয়ে এখন প্রথম টেস্টের মতো লিডের স্বপ্ন দেখছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন তাসকিন আহমেদ।

পাকিস্তানের ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার পথে তিন উইকেট নিয়ে অবদান রাখা তাসকিন বলেছেন, “আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারা দিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।”

অনেকদিন পর টেস্টে ফিরে প্রথম ওভারেই দুর্দান্ত উইকেট নিয়েছেন তাসকিন। আবদুল্লাহ শফিককে বোকা বানিয়ে নেয়া উইকেটটা তাসকিনকে খুশি করেছে, “এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে।”

পাকিস্তানকে তিনশোর আগে বেঁধে ফেলা ইনিংসে মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ারে ১০ম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত