প্রধানমন্ত্রী শেখ হাসিনার খণ্ডকালীন এবং অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রবিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এম আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সজীব ওয়াজেদ জয়কে রুলস অফ বিজনেস, ১৯৯৬ এর ৩ (বি) (১) এর অধীনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী সজীব ওয়াজেদ তার দায়িত্ব পালন করবেন।