ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক শহরে ফুটবল খেলার সময় রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হাত রয়েছে বলে মনে করছে দেশটি।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সিরিয়ার দক্ষিণ-পূর্ব দিকের গোলান মালভূমির মাজদাল শামস শহরের ফুটবল মাঠে রকেট হামলায় নিহতদের বয়স ১০ থেকে ২০ এর মধ্যে। অবশ্য ইসরায়েলের সংবাদমাধ্যম ও বিবিসি বলছে, নিহতদের মধ্যে তরুণ ও প্রাপ্তবয়স্কও আছেন।
এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও তা অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহামেদ আফিফ। গোষ্ঠীটি বরং জাতিসংঘকে বলেছে, গোলান মালভূমিতে বিস্ফোরণের জন্য দায়ী ইসরায়েলের ইন্টারসেপ্টর রকেট।
মাজদাল শামস গোলান মালভূমির চারটি শহরের একটি। আরবিভাষী দ্রুজ নৃগোষ্ঠীর প্রায় ২৫ হাজার মানুষ এখানে বাস করে।
বিবিসির যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, রকেট হামলার পর ঘটনাস্থলে অনেক মানুষ ভিড় করে আছে এবং ফুটবল মাঠের বাইরে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সের দিকে হতাহতদের স্ট্রেচারে করে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নিয়মিত গুলি বিনিময় অব্যাহত রয়েছে।
শনিবার গোলান মালভূমিতে রকেট হামলার মধ্য দিয়ে দুপক্ষের চলমান উত্তেজনা আরও বেড়ে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এত প্রাণহানি ঘটল।
হামলার পরপরই হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গোলান মালভূমিতে রকেট হামলা চালিয়ে ১২ জনকে হত্যার জন্য হিজবুল্লাহকে ‘চড়া মূল্য চুকাতে হবে’।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর শনিবার রাতে লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় আঘাত হানে ইসরায়েলের বিমান বাহিনী।
রবিবার ভোরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, লেবাননের বেশ ভেতরে ‘সন্ত্রাসীদের গোপন অস্ত্রাগার ও স্থাপনাসহ’ তাদের সাতটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
অবশ্য লেবাননে ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।