Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ফ্লোরিডায় ট্রাম্পের ‘বিজয়ী’ ভাষণের ৫টি বিষয়

SS-Trump-victory-speech-061124
[publishpress_authors_box]

নিজেকে বিজয়ী ঘোষণা করে ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ৫টি বিষয় তুলে ধরেন তিনি।

ভোটারদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেন, “আপনাদের ৪৭তম প্রেসিডেন্ট এবং ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অসাধারণ সম্মানের জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।”

জনপ্রিয়তার কারণে ভোটে জয় : ভোট গণনা এখনও শেষ না হলেও এই নির্বাচনে ট্রাম্প সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। তিনি বলেন, “আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

জেডি ভ্যান্স ‘একটি ভালো পছন্দ হিসেবে দেখা দিয়েছে’ : প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তার রানিং মেট জেডি ভ্যান্সের প্রশংসা করেছেন, যিনি বক্তৃতার সময় বলেছিলেন, ট্রাম্প “আমেরিকান ইতিহাসে বিশাল রাজনৈতিক প্রত্যাবর্তন” বন্ধ করেন। 

ইলন মাস্ক একজন ‘তারকা’: ট্রাম্পের বক্তৃতার একটি অংশজুড়ে ছিলেন টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক। ইলনকে ‘একজন চমৎকার মানুষ’ বলেন ট্রাম্প।

আরএফকে জুনিয়র ‘আমেরিকাকে আবার সবল করে তুলবে’ : সাবেক স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি ভ্যাকসিন নিয়ে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করেছিলেন বলে অভিযোগ রয়েছে, তার প্রশংসাও করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, কেনেডি তার প্রশাসনে স্বাস্থ্যসেবা খাতে ভূমিকা রাখবেন। গত আগস্টে কেনেডি ট্রাম্পকে সমর্থন করে নির্বাচন থেকে সরে যান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত