Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
৮ হাজার মাইল পাড়ি দিয়ে ১২ গোল হজম

বয়স ১৫ হওয়ায় স্পন্সরহীন জার্সিতে অভিষেক

১৫ বছরের ররি ফিনেরান খেলেছেন স্পন্সরহীন জার্সিতে। ছবি : টুইটার
১৫ বছরের ররি ফিনেরান খেলেছেন স্পন্সরহীন জার্সিতে। ছবি : টুইটার
[publishpress_authors_box]

ইতিহাসই গড়লেন ররি ফিনেরান। এফএ কাপে গতকাল ক্যামব্রিজের বিপক্ষে অভিষেক হল ১৫ বছরের এই ফুটবলারের। ব্লাকবার্নের হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন ররিই। ব্লাকবার্নের ৫-২ গোলে জেতা ম্যাচে ররি মাঠে নামেন  ইনজুরি টাইমে।

এ সময় তার জার্সিতে চোখ আটকে যায় সবার। কারণ ব্লাকবার্নের সবার জার্সিতে স্পন্সরের লোগো থাকলেও ররি জার্সিতে ছিল না। আসলে ২০২১/২২ মৌসুম থেকে ব্লাকবার্নের জার্সি স্পন্সর ভ্যাপ কোম্পানি টোটালি উইকড। ইংল্যান্ডের আইন অনুযায়ী এ ধরনের স্পন্সরের প্রচারের জন্য কোন খেলোয়াড়ের বয়স ১৮ হতে হবে। ররির বয়স ১৫ হওয়ায় স্পন্সরহীন জার্সিতেই নামতে হয় মাঠে।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি

চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে প্রথমার্ধ গোল পায়নি চেলসি। বিরতির পর প্রেস্টনের জালে তারা বল জড়ায় চারবার।

টানা তৃতীয় জয় পেয়েছে চেলসি। ছবি : টুইটার

৮ মিনিটে গোলের খাতা খোলেন আরমানদো বোর্হা। থিয়াগো সিলভা ৬৬ মিনিটে ব্যবধান ২-০ করেন। তিন মিনিট পর আরেক গোল রাহিম স্টার্লিংয়ের। ৮৫ মিনিটে চতুর্থ গোলটি করে এনজো ফার্নান্দেজ নিশ্চিত করেন বড় ব্যবধানের জয়। প্রিমিয়ার লিগে ১০ নম্বরে থাকা চেলসি এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে জিতল।

জিতেছে অ্যাস্টন ভিলাও

প্রিমিয়ার লিগে দুই নম্বরে উঠে এসে চমকে দিয়েছে অ্যাস্টন ভিলা। তারা জয় পেয়েছে এফএ কাপেও। মিডলসবার্গের বিপক্ষে ৮৭ মিনিটে ম্যাটি ক্যাশের একমাত্র গোলে নিশ্চিত হয় স্বস্তির জয় । এফএ কাপে ভিলা শিরোপা জিতেছে সাত বার। তবে ১৯৫৭ সালের পর জয় পাননি আর।

 অপর ম্যাচে আলেক্সান্দার ইসাকের জোড়া গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। অপর গোলটি আত্মঘাতী।

৮ হাজার মাইল যাত্রায় বিব্রতকর হার

বিরতির আগে ৭-০ গোলে পিছিয়ে পড়েছিল গোল্ডেন লায়ন। ছবি : বিবিসি

ফ্রেঞ্চ কাপে লিলের সঙ্গে খেলতে যাওয়া-আসা মিলিয়ে ৮ হাজার মাইল পাড়ি দিতে হয়েছে গোল্ডেন লায়নকে। এমন ধকল কাটানো দলটি লিলের কাছে হেরেছে ১২-০ গোলে। ফ্রান্সের সামুদ্রিক দ্বীপ মার্টিনিকের ক্লাবটির জালে বিরতির আগেই ৭ বার বল পাঠিয়েছিল লিলে। বিরতির পরও বজায় ছিল তাদের দাপট। ১২-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডন জেরগ্রোভা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত