Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫
Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫

বাংলাদেশেও হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

ec288ff2-657e-419b-a7f9-6c5e9f7a2cc5
[publishpress_authors_box]

৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ওই ম্যাচের আগেই অবশ্য এ দ্বৈরথ দেখার সুযোগ থাকছে ঢাকায়। ৭ জুন সকাল সাড়ে ১১টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্যাট বলের লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান।

না, চমকে যাওয়ার কারণ নেই। ঢাকার ম্যাচে ক্রিকেটাররা খেলছেন না। খেলবেন ঢাকাস্থ ভারত-পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা। ঢাকায় থাকা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত হচ্ছে অ্যাম্বাসি ক্রিকেট টুর্নামেন্ট। সেখানেই ভারত পাকিস্তানের অন্যরকম ক্রিকেট লড়াই দেখা যাবে।

এ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি থাকবে সৌহার্দ্য ও আনন্দ। ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের অংশগ্রহণে গেম প্লে আয়োজন করছে এই অ্যাম্বাসি ক্রিকেট টুর্নামেন্ট। তার উদ্বোধন হয়েছে বুধবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

এই টুর্নামেন্টে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় সহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ভারত-পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নরডিক দেশগুলোর দূতাবাসের কর্মকর্তা এবং বাকি বিশ্ব নামে অন্যান্য ক্রিকেট খেলতে পারা দেশগুলোর দূতাবাসের কর্মকর্তারা খেলবেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ইউরোপিয় ইউনিয়নও অংশ নিচ্ছে।

টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, অবশ্য তাদের দলও খেলছে এই টুর্নামেন্ট। ১৬ দল প্রথম পর্বে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই পর্বে প্রতি ম্যাচ হবে ৬ ওভারের। প্রতি গ্রুপ থেকে দুটো করে দল অর্থাৎ ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এই পর্বে ম্যাচগুলো হবে ৮ ওভার করে। আর সেমিফাইনাল ও ফাইনাল হবে ১০ ওভার করে।

প্রতি দলে ৯ জন করে ক্রিকেটার খেলবেন। দূতাবাসের বিদেশী কর্মকর্তারা ছাড়াও দেশিরাও অংশ নিতে পারবেন এই আসরে। সম্প্রীতির এই আসর ৭ ও ৮ জুন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

গেম প্লের অধীনে প্রতি বছর অ্যাম্বাসি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত চার বছর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা গেম প্লে এই প্রথম ক্রিকেটের অ্যাম্বাসি কাপ করতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত