Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাংলাদেশের জন্য কঠিন সেশন

পাকিস্তান
[publishpress_authors_box]

রাওয়ালপিন্ডি টেস্টে কঠিন সময় পার করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোন সাফল্যই আসেনি সাফরকারীদের পক্ষে। বাংলাদেশের জন্য নিষ্ফলা এক সেশনে ৯৮ রান যোগ করেছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের দৃঢ়তায় পাকিস্তান ৪ উইকেটে ২৫৬ রানে থেকে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে।

দিনের শুরুতে একটু বাউন্স পেয়েছিলেন পেসাররা। কিন্তু সুইং ছিল না রাওয়ালপিন্ডির উইকেটে। সেই বাউন্স থেকে সুবিধা কিছু হয়নি। বরং সময়ের সঙ্গে আরও সহজ হয় ব্যাটিং করা। আগেরদিনের মতো স্বচ্ছন্দে ব্যাটিং করে তাই সেঞ্চুরির দিকে ছুটছেন শাকিল ও রিজওয়ান। শাকিল ১৬৯ বল খেলে ৫ চারে করেছেন ৮৬ রান। রিজওয়ান ১৩১ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৮৯ রান।

পাকিস্তানের সবচেয়ে রান উর্বরা স্টেডিয়াম বলা হয় রাওয়ালপিন্ডিকে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই মাঠে ১৪টি টেস্ট হয়েছে। এর মাঝে ৬০০ রানের বেশি স্কোর আছে দুটি ইনিংসে। ৫০০ রানের বেশি স্কোর চার ইনিংসে। আর চারশোর বেশি সাত ইনিংসে।

পিচ পরিবর্তনের পর এই মাঠে রান আরও বেশি হয়েছে। আগের মতো পেস সহায়ক উইকেট নেই। তাই সবশেষ ২০২২ সালের টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে এই মাঠের সর্বোচ্চ ৬৫৭ রান করেছিল ইংল্যান্ড। জবাবে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করেছিল ৫৭৯ রান।

রেকর্ডের হিসাব ধরলে প্রথম ইনিংসে বড় স্কোরে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ। উইকেট থেকে কোন সুবিধা পাওয়া যাচ্ছে না আবার বোলাররাও সুযোগ তৈরি করতে ব্যর্থ। পুরো সেশনে দুই ব্যাটারের একজনকেও আউট করার কোন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ বোলাররা।

অবশ্য টেস্টে একটা বিরতি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রাত করতে থাকা ব্যাটারদের ছন্দে ছেদ পড়ে। লাঞ্চের পর বাংলাদেশকে সেই প্রার্থনাই করতে হবে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত