দেশ-বিদেশে ব্যাপক আগ্রহের মধ্যে গতকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। এই ভোটকে প্রত্যাশার চেয়ে ভালো বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়। এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত ছিল। বিএনপির বর্জনের মধ্যে বিক্ষিপ্ত কিছু গোলযোগ, মুন্সীগঞ্জে একজনের মৃত্যু এবং আওয়ামী লীগের এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে শেষ হয় ভোটগ্রহণ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ অধিকাংশ আসনে জয়ী হতে যাচ্ছে। ফলে ক্ষমতায় থাকছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই। নির্বাচনের প্রচার আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে জমিয়ে তুলেছিল স্বতন্ত্র প্রার্থীরা। ভোটের ফলেও দেখা গেছে সেই চমক।
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগেও ১৯৯৬ সালে প্রথম সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
গতকালের ভোটকে কীভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম?
আনন্দবাজার
ভারতের সংবাদমাধ্যমটির শিরোনাম ‘হাসিনাই হাসছেন! বিরোধীরা প্রশ্নও তুলছেন’।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিজের কেন্দ্রে জিতেছেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। তার দলও ফিরতে চলেছে ক্ষমতায়। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিরোধীদের অভিযোগ, “এখানে কোনও ভোট হয়নি।”
বিরোধী দল বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল এই ভোট বয়কট করেছিল। ভোটের আগের দিন শনিবার থেকে দেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি।
রবিবার সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো কম। গোলযোগের খবর পাওয়া যায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে।
একাধিক কেন্দ্রে ভোট বাতিল করতে হয়। সহিংসতায় মৃত্যু হয় একজনের। গুলিবিদ্ধ হন দু’জন। বিকাল ৩টা পর্যন্ত ভোটদানের হার ছিল মাত্র ৩৬ শতাংশ। সর্বশেষ ভোটদানের হার ৪০ শতাংশের বেশি।
বিবিসি
Bangladesh election: PM Sheikh Hasina wins fourth term in controversial vote ব্রিটিশ সংবাদমাধ্যমটি এই শিরোনামে খবর ছেপেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ভোটের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আরও পাঁচ বছর ক্ষমতায় থাকছেন তিনি। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ ও তার মিত্ররা।
বিরোধী দল বিএনপির অভিযোগ, ৭ জানুয়ারির নির্বাচন ভুয়া ছিল।
গতকাল বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে সমালোচকরা মনে করছেন, ভোটদানের হার বাড়িয়ে বলা হয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছিল।
অনেকে আশঙ্কা করছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের এই বিজয় বাংলাদেশকে কার্যত একদলীয় শাসনব্যবস্থার দিকে নিয়ে যাবে।
সিনহুয়া
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি শিরোনাম করেছে Bangladesh’s ruling Awami League gains clear majority of parliamentary seats
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ এবারের জাতীয় নির্বাচনে ৭০ শতাংশের বেশি আসনে জয় পেয়েছে।
ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা। তাদের কয়েকজন বলেছেন, ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
রয়টার্স
যুক্তরাষ্ট্রের এই সংবাদমাধ্যম শিরোনাম করেছে Bangladesh PM Hasina secures fourth straight term as expected
প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল বিএনপি আগেই নির্বাচন বর্জন করেছিল। গতকাল ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ছিল কম। এর মধ্যেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের আগে শেখ হাসিনার পদত্যাগের দাবি করে আসছিল বিএনপি। তারা চেয়েছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয়। দাবি পূরণ না হওয়ায় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
আরটি
রাশিয়ার এই সংবাদমাধ্যমের শিরোনাম Bangladeshi prime minister wins fifth term
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে এ নিয়ে পাঁচবার জয়ী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এবারের জয় নিয়ে সন্দেহের অবকাশ ছিল না। বিরোধী দল বিএনপি নির্বাচনে ছিল না। যেসব আসনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, সেসব আসন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।
আল জাজিরা
কাতারের এই সংবাদমাধ্যম শিরোনাম করেছে Sheikh Hasina wins fifth term in Bangladesh amid turnout controversy
প্রতিবেদনে বলা হয়, ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এই নির্বাচনের ফল কী হবে, তা আগেই বোঝা গিয়েছিল। কারণ গত বছরের নভেম্বরের শুরুতে ভোটের তারিখ ঘোষণা করা হলে বিএনপি তা বর্জন করে।
ভোটগ্রহণের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ৪০ শতাংশ মানুষ এবারের নির্বাচনে ভোট দিয়েছে।
তবে এই হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, “৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছে, এই তথ্য বিশ্বাস করা কঠিন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথমে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভোটদানের হার ২৮ শতাংশ। পরে হঠাৎ এই হার বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়।”
আরব নিউজ
সৌদি আরবের এই সংবাদমাধ্যমের শিরোনাম Bangladesh’s Hasina wins re-election after polls without opposition.
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশ নেয়নি।
রাজধানীতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের শেখ হাসিনা বলেছেন, “বিএনপি সন্ত্রাসী সংগঠন। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ”