চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের লবি ধরে লিফটের দিকে এগোচ্ছিলেন স্টুয়ার্ট মাতসিকেনেরি। এখন জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের কথা স্মরণ করিয়ে দিতেই হাসি দিয়ে জানালেন সেই স্মৃতি ভোলার নয়।
ক্রিকেট বিশ্বে খুব বড় নাম নন সাবেক এই জিম্বাবুয়ান ওপেনার। তবে তাকে মনে রাখার কথা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। জিম্বাবুয়ের যে প্রজন্মের সঙ্গে নিয়মিত খেলে বাংলাদেশ এখনকার অবস্থানে এসেছে সেই ক্রিকেটারদের একজন তিনি। ছিলেন ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ম্যাচেও।
সেই ম্যাচটির কথাই মনে করিয়ে দেয়া হল বর্তমানে জিম্বাবুয়ের ব্যাটিং কোচকে। স্মৃতিচারণ করতেই হেসে উত্তর দিলেন, “হে মনে থাকবে না কেন! অনেকদিন আগের কথা। আমি তো এখন বুড়ো হয়ে গেছি।”
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এম এ আজিজ স্টেডিয়াম অমলিন। এ মাঠেই প্রথম টেস্ট জয় এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যবধান ২২৬ রান। ২০০৩ সালে টেস্ট অভিষেক হওয়া মাতসিকেনেরি ওই ম্যাচে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ২৮ ও ২০ রান।
শনিবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। কিন্তু জিম্বাবুয়ে বসে থাকেনি। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা না গেলেও দলের বাকিরা অনুশীলন করেছেন। অনুশীলন শেষে ক্রিকেটাররা হোটেলে ফিরে যে যার রুমে চলে গেলেন।
দলের সঙ্গে অনুশীলন করেননি অধিনায়ক সিকান্দার রাজা। হোটেল লবির সামনে ছোট বাগানে সাজানো বসার জায়গায় কথা বলছিলেন টিম ম্যানেজারের সঙ্গে। স্টেডিয়াম ফেরত দল থেকে মাতসিকেনেরি ও হেড কোচ ওয়ালটার যোগ দিলেন সেই আলোচনায়।
একে, একে বাকিরা লিফট ধরে রুমে চলে গেলেও সবার শেষে গেলেন মাতসিকেনেরি। সেই সুযোগে তার সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রথম জয় ও হোটেলের পাশেই এম এ আজিজ মাঠের কথা বলতে স্মৃতিকাতর এই সাবেক ক্রিকেটার, “হা ওই টেস্টটা তোমাদের (বাংলাদেশ) জন্য খুব স্মরনীয় ছিল। প্রথম ম্যাচ জিতেছিলে। আমি হোটেলে উঠে প্রথম আমার রুম থেকে ওই মাঠটি দেখেছি। অবশ্যই মনে রাখার মতো স্মৃতি।”
২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই ব্যাটার। এরপর মনযোগ দিয়েছেন ক্রিকেটে। খেলোয়াড়ী জীবনের পর এই প্রথম কোচ হয়ে বাংলাদেশে এসেছেন তিনি।