Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল ভারত

Capture
Picture of শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

[publishpress_authors_box]

এ বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের সূচি বৃহস্পতিবার চূড়ান্ত করেছে স্বাগতিকরা। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের পর নতুন আন্তর্জাতিক মৌসুম শুরু করবে ভারত। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হওয়া সিরিজের সূচিও দিয়েছে বিসিসিআই।

বাংলাদেশ দল ভারতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১৯ সালে। সেবারের দুটি টেস্টও ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওই সিরিজের মতো এবারের সূচিও একই। প্রায় পাঁচ বছর পর হতে যাওয়া সেপ্টেম্বর-অক্টোবরের ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর, শুরু হবে ২৭ সেপ্টেম্বর। সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। ভেন্যু যথাক্রমে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।

সবশেষ সিরিজে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন মুমিনুল হক। ওই সিরিজ দিয়েই অধিনায়কত্ব শুরু হয় এই ব্যাটারের। এছাড়া ওই সফরে ভারতকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারানোর সাফল্য দেখায় বাংলাদেশ। সিরিজটি জয়ের সম্ভাবনা তৈরি করে ২-১ ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৬ অক্টোবর দুই দলের প্রথম টেস্টের ভেন্যু বেঙ্গালুরু। ২৪ অক্টোবর পুনেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই দলের মুম্বাই টেস্ট শুরু হবে ১ নভেম্বর।

জানুয়ারি মাসে ভারত সফর করবে ইংল্যান্ড দল। ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। ভেন্যু চেন্নাই, কলকাতা, রাজকোট, পুনে ও মুম্বাই। এরপর ৬, ৯ এবং ১২ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে নাগপুর, কটক ও আহমেদাবাদে।

বাংলাদেশের ভারত সফর ২০২৪

ম্যাচ                               তারিখ                            ভেন্যু

১ম টেস্ট             ১৯ সেপ্টেম্বর–২৩ সেপ্টেম্বর            চেন্নাই

২য় টেস্ট             ২৭ সেপ্টেম্বর–১ অক্টোবর                কানপুর

১ম টি–টোয়েন্টি                ৬ অক্টোবর                      ধর্মশালা

২য় টি–টোয়েন্টি                ৯ অক্টোবর                      দিল্লি

৩য় টি–টোয়েন্টি               ১২ অক্টোবর                     হায়দরাবাদ

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত