ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে গোয়ালিয়রে। ৬ অক্টোবর সেই ম্যাচেই “গোয়ালিয়র বনধ” এর ডাক দিয়েছে হিন্দু মহাসভা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি পণ্ড করে দেওয়ার হুমকি এই সংগঠনটির।
বাংলাদেশ সফরের আগে থেকেই হিন্দু মহাসভা নামের এই সংগঠনটি বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজের বিরোধীতা করে আসছে।
ম্যাচের আগে স্টেডিয়ামের উইকেট খুঁড়ে নষ্ট করার কথা বলেছিল তারা। এবার ম্যাচের দিন গোয়ালিয়র বনধের ডাক দিল।
তাদের অভিযোগ ৫ আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর থেকে দেশটিতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হচ্ছে। তাই বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ হতে দিবে না সংগঠনটি।
তবে ৬ অক্টোবর গোয়ালিয়রবাসীর নিত্য প্রয়োজনীয় কাজে কোন বাধা নেই বলে জানিয়েছে তারা।