Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু নারী বিশ্বকাপ

Capture
[publishpress_authors_box]

তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগেই তা নিশ্চিত হয়েছিল। এবার নিশ্চিত হলো বিশ্বকাপের সূচি। ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমদিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।  

রোববার ঢাকার একটি হোটেলে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন ও সূচি ঘোষণা হয়। দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল লড়বে এই আসরে। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। স্বাগতিকদের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, উইন্ডিজ ও কোয়ালিফায়ার থেকে উঠে আসা দ্বিতীয় দল।

এ গ্রুপে থাকছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান। সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নারী ক্রিকেটে অন্যতম শক্তিশালি দল নিউজিল্যান্ডও আছে। এছাড়া অপর দল কোয়ালিফায়ার থেকে উঠে আসা সেরা দলটি।

৩ অক্টোবর মিরপুরে স্টেডিয়ামে সহজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে নিগার সুলতানা জ্যোতিদের। বি গ্রুপের অপর ম্যাচে টুর্নামেন্টের অপর ভেন্যু সিলেটে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর উইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়বেন জ্যোতিরা।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ১৭ অক্টোবর সিলেটে আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর মিরপুরে। ফাইনাল ২০ অক্টোবর।

বিশ্বকাপের সূচি

গ্রুপ এ: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ১।

গ্রুপ বি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ২।

তারিখম্যাচভেন্যুসময়
৩ অক্টোবরইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকামিরপুরবিকাল ৩টা
৩ অক্টোবরবাংলাদেশ-কোয়ালিফায়ার ২মিরপুরসন্ধ্যা ৭টা
৪ অক্টোবরঅস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১সিলেটবিকাল ৩টা
৪ অক্টোবরভারত-নিউজিল্যান্ডসিলেটসন্ধ্যা ৭টা
৫ অক্টোবরদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজমিরপুরবিকাল ৩টা
৫ অক্টোবরবাংলাদেশ-ইংল্যান্ডমিরপুরসন্ধ্যা ৭টা
৬ অক্টোবরনিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১সিলেটবিকাল ৩টা
৬ অক্টোবরভারত-পাকিস্তানসিলেটসন্ধ্যা ৭টা
৭ অক্টোবরওয়েস্ট ইন্ডিজ- কোয়ালিফায়ার ২মিরপুরসন্ধ্যা ৭টা
৮ অক্টোবরঅস্ট্রেলিয়া-পাকিস্তানসিলেটসন্ধ্যা ৭টা
৯ অক্টোবরবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমিরপুরবিকাল ৩টা
৯ অক্টোবরভারত-কোয়ালিফায়ার ১সিলেটসন্ধ্যা ৭টা
১০ অক্টোবরদক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২মিরপুরসন্ধ্যা ৭টা
১১ অক্টোবরঅস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসিলেটবিকাল ৩টা
১১ অক্টোবরপাকিস্তান-কোয়ালিফায়ার ১সিলেটসন্ধ্যা ৭টা
১২ অক্টোবরইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজমিরপুরবিকাল ৩টা
১২ অক্টোবরবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকামিরপুরসন্ধ্যা ৭টা
১৩ অক্টোবরপাকিস্তান-নিউজিল্যান্ডসিলেটবিকাল ৩টা
১৩ অক্টোবরভারত-অস্ট্রেলিয়া সিলেটসন্ধ্যা ৭টা
১৪ অক্টোবরইংল্যান্ড-কোয়ালিফায়ার ২মিরপুরবিকাল ৩টা
১৭ অক্টোবরপ্রথম সেমিফাইনালসিলেটসন্ধ্যা ৭টা
১৮ অক্টোবরদ্বিতীয় সেমিফাইনালমিরপুরসন্ধ্যা ৭টা
২০ অক্টোবরফাইনালমিরপুরসন্ধ্যা ৭টা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত