Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ “এ” দলের সিরিজের অনিশ্চয়তা কাটল

WhatsApp Image 2024-08-07 at 12.14.22_abb24405
[publishpress_authors_box]

পিছিয়ে যাওয়া বাংলাদেশ “এ” দলের পাকিস্তান সফরের অনিশ্চয়তা কেটেছে। ৬ আগস্টের পরিবর্তে ৯ আগস্ট পাকিস্তান যাচ্ছে দল। আর আগের মতোই দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ থাকছে। তবে খেলার সূচি তিনদিন করে পিছিয়েছে।

কোটা সংস্কার থেকে ছাত্রদের আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেওয়ায় দেশের সর্বত্র স্বাভাবিক কার্যক্রম পিছিয়ে যায়। পিছিয়ে পড়ে ক্রিকেটীয় কার্যক্রমও। বাংলাদেশ “এ” দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ৬ আগস্ট। উদ্ভুত পরিস্থিতে তা পিছিয়ে যায় ৪৮ ঘন্টা।

বুধবার পুনরায় অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। একই দিনে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন পাকিস্তান সিরিজের নতুন সূচির কথা।

সাবেক এই ক্রিকেটার বলেছেন, “পিসিবির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি, ৯ আগস্ট আমরা পাকিস্তান যাব। ১৩ আগস্ট থেকে খেলা শুরু হবে। পুরো সিরিজের সূচি একই থাকছে। আমরা শুধু ৩ দিন বডিলি শিফট করার কথা বলেছি।”

এ দলের পাশাপাশি বৃহস্পতিবার থেকে পাকিস্তান সিরিজ সামনে রেখে জাতীয় দলও অনুশীলন শুরু করবে বলে জানিয়েছেন নাফীস, “গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের সুযোগ-সুবিধার কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। কারণ মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিল না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছে। আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।”

নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ প্রথম ও ২০-২৩ দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ হবে ২৬, ২৮ ও ৩০ আগস্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত