Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

সংসদ
জাতীয় সংসদ ভবন
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে ৫ জুন। এটি হবে এই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। সেদিন বিকাল ৫টা থেকে শুরু হবে সংসদের কার্যক্রম।

সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয়ের কর্তকর্তারা জানিয়েছেন, এই অধিবেশনেই ৬ জুন ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট সংসদে পেশ করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতিও চলছে।

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট হবে এটি।

অর্থ বিভাগ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছিল, নতুন অর্থবছরের বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত