Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বাজে সময়ে বেশি ভাবেন না লিটন পাশে পান স্ত্রীকে

লিটন
[publishpress_authors_box]

এমনিতেই একটু বেশি চুপচাপ লিটন দাস। ক্রিকেটের বাইরে কোন কিছু নিয়েই সতীর্থদের সঙ্গে আড্ডা বা খোশ গল্পে মেতে উঠতে খুব একটা দেখা যায় না তাকে। তার ওপর বিবর্ণ ফর্মে আরও চাপে পড়ার কথা লিটনের। তবে এই ক্রিকেটার জানিয়েছেন বাজে সময় নিয়ে খুব বেশি ভাবেন না। কঠিন সময়ে স্ত্রীকে পাশে পাওয়াই তার কাছে বড় পাওয়া।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটে রান নেই লিটনের। মাঠে কঠিন সময় যাচ্ছে একের পর এক ম্যাচে। সবশেষ ৬ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান মাত্র ৩৬। বিশ্বকাপের আগে দলের সেরা ব্যাটারের এমন পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টের জন্যই চিন্তার। বিশ্বকাপের আগে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলেছেনও লিটন দাসের ফর্ম ফেরানোর চেষ্টা করছেন কোচরা।

এসব নিয়ে ভাবনা নেই লিটনের। বিসিবি ফেইসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানিয়েছেন দুঃসময়ে বেশি ভাবতে চান না এই ওপেনার, “খারাপ সময়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনার কিছু থাকে না। আপনি খারাপ সময়ে থাকলে যত বেশি ভাববেন, তত আপনার জন্য খারাপ। আপনার কাছে একটাই অপশন থাকে, আপনি কতটুকু পরিশ্রম করছেন অনুশীলনে। অনুশীলন কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।”

তবে কঠিন সময়ে নিজেকে হালকা রাখার একটা জায়গা আছে লিটনের। এই সময়ে স্ত্রীকে পাশে পান তিনি। আর এটাই এই ব্যাটারের কাছে সবচেয়ে বড় বিষয়, “অনেক মানুষই আছে যারা কিনা সবসময় অনুপ্রেরণা দেয়। অনেক কোচই আছে, যাদের সঙ্গে আমার কথা হয়। এই সময়ে সাহস দেওয়াটা অনেক বড় জিনিসি। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী। ও সবসময় আমাকে সাহস দেয়। এর থেকে আর বড় কিছু লাগে না।”

লিটনের কাছে সেরা বিশ্বকাপ ২০১৯। কারণে সেবার নিজের ব্যাটিংয়ে উইন্ডিজের বিপক্ষে দলকে জিতিয়েছেন। পরের বিশ্বকাপগুলোতে ওই রকম পারফরম করতে না পারার আক্ষেপ আছে লিটনের। এবার বাজে ফর্ম কাটিয়ে বিশ্বকাপেই ভালো কিছু করতে চান লিটন, “যেটা আশা করেছিলাম ২০২১ বিশ্বকাপে তা করতে পারিনি। ২০২২ বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে ছিলাম, হয়তো বড় কোনো দলের সঙ্গে জিততে পারিনি, তবে খারাপও হয়নি। নিজের কথা যদি বলি, আশানুরূপ পারফর্ম করতে পারিনি। আমি যে মানের খেলোয়াড়; যেমন পারফরম্যান্স আমান করা উচিত; আমি সেটা করতে পারিনি। এবার ভালো কিছু করার চেষ্টা করবো।”

এবারের বিশ্বকাপে বর্তমান বাংলাদেশ দলকে খুবই ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে লিটনের। ২০২২ বিশ্বকাপের পর টানা সাফল্য এর কারণে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও গত কয়েক সিরিজে ভালো অবস্থানে দেখছেন তিনি। শান্তর উন্নতিও চোখে পড়েছে তার।

দলের ভারসাম্যের আরও বড় কারণ অভিজ্ঞ দুই ক্রিকেটারের সঙ্গে বাকিদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। লিটন জানিয়েছেন, “সাকিব ভাই পুরোনো খেলোয়াড় আমার সেটা মনেই হয় না। যেভাবে সবার সঙ্গে ব্যবহার করেন, মনে হয় খুবই ফ্রেন্ডলি। এটা একটা বড় জিনিস। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইও এখন অনেক ফ্রেন্ডলি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত