চলছে মেলা সাজানোর কাজ। বৃহস্পতিবার তোলা ছবি – জীবন আমীররাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি । ছবি : জীবন আমীরপ্রতি বছর ১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয়। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার তা পেছানো হয়েছে। ছবি : জীবন আমীরসাধারণত সরকার মেলা শুরুর প্রায় তিন মাস আগে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে নোটিশ দিলেও এবার তা দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে। ছবি : জীবন আমিরমেলার প্রস্তুতি হিসেবে স্টল বরাদ্দ, টাকা জমা, টিকিট বুথ নির্মাণসহ বড় অংশের কাজ প্রায় শেষের দিকে। ছবি : জীবন আমীরমেলাস্থলে চলছে শেষ সময়ের ফিনিশিংয়ের কাজ। ছবি : জীবন আমীরএ বছর মেলার প্রবেশমূল্য বড়দের জন্য ৪০ টাকা আর শিশুদের জন্য ২০ টাকা। ছবি : জীবন আমীর