Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বানর ঠেকাতে কানপুর স্টেডিয়ামে লেঙ্গুর

মগসতডচ
[publishpress_authors_box]

ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে দেখা গেল হাস্যকর কান্ড। এ মাঠে খেলা হলে বানরের উপদ্র্রব স্বাভাবিক ঘটনা। আর তা ঠেকাতে বানরের আরেক প্রজাতি লেঙ্গুরকে দায়িত্ব দেওয়া হল আনুষ্ঠানিক ভাবে। মানে বানর থেকে স্টেডিয়ামের নিরাপত্তায় নিযুক্ত হয়েছে লেঙ্গুর। কানপুর টেস্টে বানরের উপদ্রব ঠেকাতে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) স্বয়ং এই ব্যবস্থা নিয়েছে।

কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের অদূরে দুটি মন্দির আছে। এই মন্দিরগুলোতে বানর থাকে। মন্দিরে আগত দর্শনার্থীদের থেকে পাওয়া খাবার খেয়ে থাকে এরা। তবে কানপুর স্টেডিয়ামে খেলা হলে খাবারের খোঁজে স্টেডিয়ামে হানা দেয় বানরগুলো। দর্শক-সম্প্রচার কর্মীদের রাখা খাবার নিয়ে যায়। যা অনেক সময় বিরক্তির কারণ হয়।

ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর জানিয়েছেন, “ক্যামেরা ক্র ও সম্প্রচার ক্রদের খুব সাবধানে থাকতে হয়। বানর খাবারের জন্য অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠে। এজন্য ওদের অংশগুলো কালো কাপড় দিয়ে ঢাকা হয়েছে। তবুও অনেক সময় বানর কাপড় ডিঙিয়ে চলে আসে। সবার ভয় কাটানোর জন্যই আমরা লেঙ্গুর এনে বানর ঠেকানোর ব্যবস্থা করেছি।”

কানপুরের ভারতের ম্যাচে এর আগেই এমন ঘটনা ঘটেছে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত