লিওনেল মেসিও বার্সেলোনা ছেড়েছেন। যা কখনও কল্পনাই করা যায়নি। অথচ কাতালুনিয়া ছাড়ার পর এখন দ্বিতীয় ক্লাবে খেলছেন মেসি। তবে লামিন ইয়ামালের সেই ইচ্ছে নেই। আজীবন বার্সেলোনাতেই থাকতে চান, হয়ে উঠতে চান এই ক্লাবের লিজেন্ড।
সম্প্রতি স্প্যানিশ একটি টেলিভিশনকে এমনটাই বলেছেন ১৭ বছর বয়সী তরুণ ফুটবল তারকা। স্পেনের হয়ে ইতিমধ্যেই ইউরো জয়ী এই ফরোয়ার্ড বার্সায় নিজের ভবিষ্যত নিয়ে বলেছেন, “আশা করবো আমাকে কখনই বার্সেলোনা ছাড়তে হবে না। এখানে আমি লিজেন্ড হতে চাই।”
ইয়ামালের সঙ্গে লিজেন্ড শব্দটি উঠে এসেছে লিওনেল মেসির জন্যই। সাতবারের বর্ষসেরার মতো লা মাসিয়া থেকেই উঠে এসেছে ইয়ামাল। এখন ক্লাবের হয়ে হাঁটছেন মেসির পথে।
তবে ইয়ামার নিজেকে কখনই মেসির জায়গায় দেখেন না, “সবাই আমাকে মেসির সঙ্গে তুলনা করছে। এর কারণ আমি সঠিক পথে আছি। কিন্তু মেসির উচ্চতায় পৌঁছানো খুব কঠিন। সে ফুটবল ইতিহাসের সেরা। আমাকে ওই উচ্চতায় উঠতে অনেক দূর যেতে হবে।”
দেশ ও বার্সেলোনা মিলিয়ে এখনই ৭০ ম্যাচ খেলা হয়ে গেছে ইয়ামালের। এত ছোট বয়সে স্পেনের হয়ে ইউরো জিতে ব্যালন ডি অর প্রার্থীদের তালিকাতেও নাম তুলেছেন। ইয়ামাল অবশ্য পা মাটিতে রাখছেন। এখনও জন্ম শহর কাতালানের রোকাফোন্দায় গেলে ছোট ভাইকে নিয়ে ছাদে বসেন, রেস্টেুরেন্টে খেতে যান।
অবশ্য খ্যাতির কারণে যা এখন বিপত্তির। তবুও ইয়ামালের জ্ন্ম শহরে গিয়ে মায়ের সঙ্গে, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। নিজের ফুটবল স্মৃতি নিয়ে ইয়ামাল বলছিলেন, “আমি ছোট বেলায় রাস্তায় খেলতাম। ফুটপাথে, দুটো কুকুরের সঙ্গে। ওরা বল নিতে আসতো, ওদের পরাস্ত করতে যা ইচ্ছা করতে পারতাম। এটা হয়তো আমার সাবলীলতা বাড়াতে সহযোগীতা করেছে।”
গত ইউরোয় লামিন গোল করেছেন। বল নিয়ে নিজের ইচ্ছে মতো ড্রিবলও করেছেন। ছোটবেলায় রাস্তার সেই ফুটবল তাকে সাবলীল করেছে। এবার বার্সেলোনার লিজেন্ড হতে চান তিনি।