আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনেও হরতাল ডেকেছে বিএনপি।
ভোটের আগের দিন শনিবার সকাল ৬টা থেকে ভোটের পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে দলটি।
বৃহস্পতিবার বিএনপির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও নির্বাচন বর্জনের দাবিতে শুক্রবার মিছিল ও গণসংযোগ করার ঘোষণা দেয় দলটি।
ফেসবুক পেজে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ৫ জানুয়ারি শুক্রবার বিএনপি ও সমমনা দলগুলো মিছিল এবং গণসংযোগ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি শুধুমাত্র শুক্রবারের জন্য।”
এর আগে গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দেওয়া হয়েছিল। পরে গত ২ জানুয়ারি কর্মসূচি আরও তিনদিন বাড়ানো হয়।
গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের দাবিতে পরদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি।