Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

weather_
[publishpress_authors_box]

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে একথা বলা হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ কমে আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মৌসুমেরই সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত