Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বিয়েতে হাফপ্যান্ট কেন পরেছিলেন আমিরের জামাতা?

nupur-ira-wedding
[publishpress_authors_box]

হাতাকাটা গেঞ্জি এবং হাফপ্যান্ট পরে যদি বর আসেন, তাহলে সমালোচনার ঢেউ তো উঠবেই! বিয়ের মতো অনুষ্ঠানের পোশাক তৈরি করেন এমন ফ্যাশন ডিজাইনার ও বিশেষজ্ঞরা যেকোনও ধরনের স্পোর্টসওয়্যার না পরার পরামর্শ দেন। বর-কনে তো বটেই, বিয়েতে যোগ দিতে চাওয়া অতিথিদের ক্ষেত্রেও এটা যেন এক অলিখিত নিয়ম।    

আর বিয়ের আসরে বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের বর যখন কালো হাতাকাটা গেঞ্জি এবং সাদা শর্টস পরে এলেন- তখন খবরের শিরোনাম না হওয়ার কোনও কারণ নেই। 

অবশ্য বর নুপুর শিখরের পোশাক নিয়ে সোরগোল হলেও, সম্ভবত সুপারস্টারের মেয়ে জামাই বলে পেছনের কারণটাও খোঁজা হলো। 

বুধবার মুম্বাইয়ের পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডসে নিজের বিয়েতে ৮ কিলোমিটার দৌড়ে এসেছিলেন নুপুর শিখর। সাংবাদিকরা সুলুক সন্ধানে দেখলেন, প্রেমের প্রস্তাব দেওয়ার দিনটি স্মরণ করে এমন পোশাকে এসেছিলেন বর নুপুর শিখর। 

ঘটনার সূত্র লুকিয়ে আছে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। সে সময় ইতালিতে অনুষ্ঠিত ‘আয়রনম্যান ট্রাইাথলন’ প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন শিখর। আয়রনম্যান ট্রায়ালথন হলো প্রায় আড়াই মাইল সাঁতার, ১১২ মাইল সাইকেল চালানো এবং ২৬ মাইল দৌড়ের সমন্বয়ে একটি প্রতিযোগিতা। 

শারিরীক সক্ষমতার এ প্রতিযোগিতা শেষ করেই ক্লান্ত-শ্রান্ত নুপুর সেদিন হাঁটু গেড়ে আমির কন্যার কাছে প্রেমিক হওয়ার আবেদন জানান। নুপুরের দেওয়া আঙটিও সম্মতি জানিয়ে আঙুলে পরেছিলেন ইরা। শর্টস ও হাতাকাটা গেঞ্জি পরা এবং দীর্ঘ দৌড়ে বিয়ের আসরে আসার মধ্য দিয়ে মূলত ওই মুহূর্তটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন শিখর।

বিয়েতে ইরা অবশ্য পরেছিলেন লেহেঙ্গা। তার দুই কাঁধে শোভা পাচ্ছিলো নেট দোপাট্টা, আর ঘোমটা হিসেবে ছিল প্যাস্টেল  পিঙ্ক রঙের ওড়না। পরেছিলেন একই রঙের হারেম সালোয়ার। 

তবে  আমির কন্যার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আরও আগেই। গত বছরের নভেম্বরে বাগদান হয় ইরা-নুপুর জুটির। মুম্বাইয়ে বিয়ের কাবিন সই করার আগেরদিন মঙ্গলবার ইরার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণ দুইজনেই উপস্থিত হলো। 

হোটেল তাজে বিয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমির খানের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন বিলিয়নিয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারপারসন মুকেশ আম্বানি ও তার স্ত্রী রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিতা আম্বানি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত